ভূমিকা : ১২৮৮ সালে আরতুগরল গাজীর ছেলে ওসমান কর্তৃক কুনিয়ায় ওসমানীয় সালতানাত প্রতিষ্ঠিত হয়। এরপর সময়ের স্রোতে তা তিন মহাদেশব্যাপী বিস্তৃত হয়। এ সময় পশ্চিম এশিয়া অঞ্চলের আরব ভূখণ্ডগুলো ও ওসমানীয় সালতানাতের শাসনাধীনে আসে। কিন্তু ৩০ শতাব্দীতে ওসমানীয় সুলতানদের স্বেচ্ছাচারিতা ও দমন পীড়নের জন্য আরব ভূখণ্ডগুলোতে স্বাধীনতা চেতনা ছড়িয়ে পড়ে। এই চেতনার বিরুদ্ধে কার্যকারী ভূমিকা পালন করে আরব জাতীয়তাবাদী চেতনা ।
আরব জাতীয়তাবাদ : পশ্চিম এশিয়া ভূখণ্ডের আরব গোত্রগুলো দীর্ঘদিন ওসমানীয় খিলাফতের শাসনাধীন ছিল। ফলে তুর্কি ভাষা সংস্কৃতি ইত্যাদি এই অঞ্চলের সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হতে থাকে। আরব জাতীয়তাবাদের প্রথম প্রকাশ ঘটে সৌদি আরবের নজদে মুহাম্মদ আল ওয়াহাবের মাধ্যমে। তিনি ইসলামের সকল কুসংস্কার, পির মাজার ইত্যাদি বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। তাছাড়া তিনি নজদের শক্তিশালী সউদ বংশের সাথে ঐক্যবদ্ধ হয়ে আরব স্বাতন্ত্র্য ও আরব শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন। ১৮৭৫ সালের জুন মাসে লেবাননে খ্রিস্টান মিশনারী সংঘের সহযোগিতায় গড়ে ওঠে গুপ্ত সমিতি তারা আরবি ভাষা সংস্কৃতি বিকাশে ব্যাপক প্রচারণা পোস্টারিং করে জনসাধারণকে আরব জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেন। পরে তারা লেবাননসহ সিরিয়ার স্বাধীনতা দাবি করে তুর্কি শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করেন। আরব জাতীয়তাবাদ বিকাশের এক প্রবাদ প্রতীম পুরুষ ছিলেন নাসিফ ইয়াজিজী। তিনি লেবাননের এক ক্ষুদ্র গ্রামের কৃষক পরিবারে জন্মলাভ করেন। পরে বিভিন্ন বিষয়ে প্রভূত জ্ঞানার্জন শেষে তিনি আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে জ্ঞানার্জন করেন। তিনি আরবি ভাষায় বিশাল সাহিত্য ভাণ্ডার নিয়ে জনগণের সাথে আলোচনা চক্র অনুষ্ঠান শুরু করেন এবং জনগণকে আরবি ভাষা ও সাহিত্য সংস্কৃতি বিষয়ে আগ্রহী করে তোলেন। এ সময় সারা বিশ্বেই গণতন্ত্র, স্বাধীনতা, ও মানবাধিকার আদর্শের প্রসার ঘটতে থাকে। ফলে আরব বংশগুলোও পাশ্চাত্যের প্রভাবে জাতীয়তাবাদী হয়ে ওঠেন। তাই বলা যায় আরব জাতীয়তাবাদ একটা সামগ্রিক চিন্তা যা স্বাতন্ত্র্য রাষ্ট্র গঠনের বাস্তব রূপ, এ সময় মোহাম্মদ আলী পাশা মিশরে তুর্কি ও ব্রিটিশদের পরাস্ত করেন। সিরিয়ায় জনগণ ও প্রকাশ্যে তুর্কি শাসনের বিরুদ্ধাচারণ করে। সৌদি আরবে ইবনে সৌদের নেতৃত্বে আরব শাসন প্রতিষ্ঠিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, অটোমান সুলতানরা তাদের দীর্ঘ শাসনামলে তুর্কি ভাষা ও সংস্কৃতি সম্প্রসারিত করতে গিয়ে আরবি ভাষা ও সংস্কৃতির অবমূল্যায়ন করেন। | তাছাড়া অষ্টাদশ শতাব্দীর দিকে দুর্বল অটোমান সুলতানদের স্বৈরাচারী শাসনের প্রতি আরব জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে | বিভিন্ন আরব অঞ্চলে আরব জাতীয়তাবাদী চেতনার প্রসার ও স্বাধীন্তার আন্দোলন শুরু হয়।