HomePage

দক্ষিণ এশিয়ার ইতিহাস History of South Asia

Reading Time: 2 minutes

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত-০৫/০৩/২০১৭)]

(ইতিহাস বিভাগ)

বিষয় : দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৮৫৭–১৯৪৭ খ্রিঃ)

বিষয় কোড : 241501


ক-বিভাগ

(ক) ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটি?

উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ।

(খ) ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর : লর্ড কানিং।

(গ) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারী করেন?

উত্তর : লর্ড লিটন।

(ঘ) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর : বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জী

(ঙ) বঙ্গভঙ্গের পর বাংলা ও আসাম প্রদেশের রাজধানী কোথায় ছিল?

উত্তর : ঢাকা ।

(চ) মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়?

উত্তর : মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে পাস হয়।

(ছ) ১৯১৬ সাল ভারত ইতিহাসে কেন বিখ্যাত?

উত্তর : লক্ষ্মৌ চুক্তির জন্য ।

( জ)ঢাকা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২১ সালে ।

(ঝ) “বেঙ্গল প্যাক্ট” কি?

উত্তর : ১৯২৩ সালে চিত্তরঞ্জন দাস মুসলমানদের সাথে যে চুক্তি স্বাক্ষর করেন, তাকে বেঙ্গল প্যাক্ট বলে।

(ঞ) গান্ধীকে ‘মহাত্মা' উপাধিতে ভূষিত করেন কে?

উত্তর : বরীন্দ্রনাথ ঠাকুর।

(ট) কখন “ভারত ছাড়” আন্দোলন শুরু হয়?

উত্তর : ১৯৪২ খ্রিস্টাব্দে।

(ঠ) ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর : ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্ণর লর্ড ক্যানিং।

খ-বিভাগ

২। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লিখ ।

অথবা, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লিখ ।

৩। লর্ড রিপন কে ছিলেন?

৪। বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ আলোচানা কর ।

অথবা, বঙ্গভঙ্গ ঘোষণার পিছনে রাজনৈতিক কী ছি কারণ ছিল?

৫। ‘মুসলিম লীগ' সম্পর্কে একটি টীকা লিখ ।

অথবা, মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর ৷

৬। সাইমন কমিশনের সুপারিশগুলো লিখ।

অথবা, সাইমন কমিশনের সুপারিশগুলো লিখ। অথবা, সাইমন কমিশনের সুপারিশ আলোচনা কর ।

৭। সাম্প্রদায়িক রোয়েদাদ (১৯৩২) এর বিষয়বস্তু বিশ্লেষণ কর ।

৮। ১৯৩৭ সালের নির্বাচনকে কৃষখ-প্রজা পার্টির নির্বাচনি ইশতেহার কি ছিল?

৯। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি?

গ-বিভাগ

১০। ১৮৫৮ সালের ভারত শাসন আইনের ধারাগুলো আলোচনা কর।

 ১১। ভাইসরয় হিসেবে লর্ড রিপনের শাসনামলের মূল্যায়ন কর।

অথবা, ভাইসরয় হিসেবে লর্ড রিপনের শাসনামলের পর্যালোচনা কর।

১২। ১৮৮৫ সালে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।

১৩। ১৯১৬ সালের লক্ষ্ণৌ চুক্তিতে অন্তর্ভুক্ত সাংবিধানিক দাবীসমূহ পর্যালোচনা কর।

১৪। খিলাফত ও অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লিখ।

অথবা, খিলাফত ও অসহযোগ আন্দোলন সম্পবে একটি প্রবন্ধ লিখ।

১৫। ১৯৩৫ সালের লাহোর প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।

অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনের গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ কর।

১৬। ১৯৪০ সালের সালের লাহোর প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।

অথবা, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বিষয়বস্তু ও তাৎপর্য বিশ্লেষণ কর।

১৭। ১৯৪২ সালের “ক্রিপস মিশন” সম্পর্কে আলোচনা কর। ক্রিপশন মিশন ব্যর্থ হয়েছিল কেন?

অথবা, ক্রিপস মিশন কাকে বলে? ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল?


জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-০৫/০৩/২০১৮)]

(ইতিহাস বিভাগ)

বিষয় : দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৮৫৭–১৯৪৭ খ্রিঃ)

বিষয় কোড : 241501


ক-বিভাগ

(ক) ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কত সালে?

উত্তর : ১৮৫৮ সালে ভারতে কোম্পানি শাসনের অবসান হয়

(খ) লর্ড লিটন কে ছিলেন?

উত্তর : ভারতীয় উপমহাদেশে ইংরেজ ভাইসরয় ছিলেন

(গ) মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : নবাব সলিমুল্লাহ ।

(ঘ) ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৮৫ সালে ।

(ঙ) মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর : আগা খান ।

(চ) বঙ্গভঙ্গ রদের ঘোষণা কে দিয়েছিলেন?

উত্তর : রাজা পঞ্চম জর্জ 1

(ছ) অমৃতসর কোথায়?

উত্তর : পাঞ্জাবে।

(জ) ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর : ১৯৩৭ সালে।

(ঝ) লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

উত্তর : শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

(ঞ) ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর : লর্ড উইলিংডন।

(ট) বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?

উত্তর : এ. কে ফজলুল হক ।

(ঠ) ভারত স্বাধীনতা আইন কখন পাশ হয়?

উত্তর : ১৯৪৭ সালে ।

খ-বিভাগ

২।১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ফলাফল কি ছিল?

অথবা, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ফলাফল কি ছিল?

অথবা, সিপাহী বিদ্রোহের ফলাফল সংক্ষেপে আলোচনা কর ৷

৩। লর্ড লিটনের পরিচয় দাও।

অথবা, লর্ড লিটন কে ছিলেন?

৪। ইলবার্ট বিল ব্যাখ্যা কর।

অথবা, ইলবার্ট বিল বলতে কি বুঝ?

অথবা, ইলবার্ট বিল আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।

৫। সিমলা ডেপুটেশন কি?

৬। খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ কি?

৭। জিন্নাহর চৌদ্দ দফা উল্লেখ কর ।

৮। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।

অথবা, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।

৯। মন্ত্রী মিশন পরিকল্পনা কি?

 অথবা, মন্ত্রিমিশন পরিকল্পনার সংজ্ঞা দাও ।

গ-বিভাগ

১০। ১৮৫৭ সালের পর ব্রিটিশ রাজের অধীন ভারতে প্রশাসনিক পুনর্গঠন আলোচনা কর।

অথবা, ১৮৫৭ সালের পর ব্রিটিশ রাজের অধীন ভারতে প্রশাসনিক পুনর্গঠন বর্ণনা কর।

 ১১। আলীগড় আন্দোলনের উপর একটি প্রবন্ধ লিখ।

অথবা, আলীগড় আন্দোলন সম্বন্ধে যা জান লিখ ।

১২। মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর। এ দলের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল?

অথবা, মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর। এ দলের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল?

অথবা, মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর। প্রাথমিক পর্যায়ে এই দলের উদ্দেশ্যগুলি কি ছিল?

১৩। মর্লে-মিন্টো কে ছিলেন? ১৯০৯ সালের মর্লে-মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।

১৪। গোল টেবিল বৈঠক (১৯৩০-৩২) কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গোল টেবিল বৈঠকের কারণ ও ফলাফল পরীক্ষা কর।

অথবা, গোলটেবিল বৈঠকের (১৯৩০-৩২) কারণ ও ফলাফল লিখ।

১৫। ১৯৩৭ সালের নির্বাচনের বিবরণ দাও।

অথবা, ১৯৩৭ সালের নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

১৬। ভারত ছাড় আন্দোলনের (১৯৪২) পর্যালোচনা কর ।

অথবা, ভারতছাড় আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা কর ।

১৭। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

অথবা, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ পরীক্ষা কর।

অথবা, ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইনের ধারাসমূহ পর্যালোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-০৫/০৩/২০১৯)]

(ইতিহাস বিভাগ)

বিষয় : দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৮৫৭–১৯৪৭ খ্রিঃ)

বিষয় কোড : 241501


ক-বিভাগ

(ক) ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? (Who was the first Viceroy of British India?)

উত্তর : লর্ড কানিং।

(খ) ইলবার্ট বিল কে প্রবর্তন করেন? (Who introduced Ilbert Bill?)

উত্তর : লর্ড রিপন ।

(গ) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় কোন ইংরেজ সিভিলিয়ান প্রধান ভূমিকা পালন করেন? (Which British civilian played a main role for the foundation of Indian National Congress?)

উত্তর : অ্যালান অক্টোভিয়ান হিউম ।

(ঘ) লর্ড কার্জন কে ছিলেন? (Who was Lord Curzon?)

উত্তর : লর্ড কার্জন ছিলেন ভারত বর্ষের একজন ভাইসরয়।

(ঙ) কোন আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য করা হয়? (By which Act, the Indians became the members of council at first?)

উত্তর : ১৯৩৫ সালের আইনে

(চ) কত সালে কোলকাতা থেকে দিলিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? (In which year the capital of India was transferred from Kolkata to Delhi?)

উত্তর : ১৯১১ সালে ।

(ছ) বঙ্গভঙ্গ-এর মাধ্যমে গঠিত দু'টি প্রদেশের নাম কি? (What was the name of the two provinces that formed after the partition of Bengal?)

উত্তর : পূর্ব বাংলা ও আসাম।

(জ) মর্লি-মিন্টো সংস্কার আইন কখন পাস হয়? (When did the Morley- Mento Reforms Act pass ? )

উত্তর : মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে পাস হয়।

(ঝ) অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? (Who was the leader of the Non-cooperation Movement?) উত্তর : মহাত্মা গান্ধী ।

(ঞ) মন্ত্ৰী মিশনে কত জন সদস্য ছিলেন? (How many members were is the Cabinet Mission?)

উত্তর : তিনজন ।

‘(ট)ভারত ছাড়' আন্দোলন কখন শুরু হয়? (When the ‘Quit India' movement was started?)

 উত্তর : ১৯৪২ সালে ।

(ঠ) ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে? (Who was the Last Viceroy of British India?)

উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন ।

খ-বিভাগ

২। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লিখ ।

৩। ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট' সম্বন্ধে সংক্ষেপে লিখ ।

(Write in brief about the Vernacular Press Act'.)

অথবা, ভ্যার্নাকুলার প্রেস অ্যাক্ট কী?

৪। বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ আলোচানা কর ।

(Discuss the political cause of Partition of Bengal.)

অথবা, বঙ্গভঙ্গ ঘোষণার পিছনে রাজনৈতিক কী কারণ ছিল?

৫। সাইমন কমিশনের সুপারিশগুলো লিখ।

(Write down the recommendations of the Simon Commission.)

অথবা, সাইমন কমিশনের সুপারিশ আলোচনা কর ।

৬। মর্লি-মিন্টো সংস্কারের কারণ কী ছিল?

৭।বেঙ্গল প্যাক্ট-এর সংক্ষিপ্ত বিবরণ দাও ।

(Give a brief description about Bengal Pact.)

অথবা, সংক্ষেপে বেঙ্গল প্যাক্টের বিবরণ দাও ।

অথবা, সি.আর দাসের ভূমিকা বিশেষ উল্লেখপূর্বক ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের পটভূমি, শর্তাবলি ও গুরুত্ব বিশ্লেষণ কর।

অথবা, বেঙ্গল প্যাক্ট সম্বন্ধে যা জান লিখ ৷

৮। গোলটেবিল বৈঠকের (১৯৩০-৩২) ফলাফল কী ছিল?

(What were the results of the Round Table Conference?)

অথবা, গোলটেবিল বৈঠকের ফলাফল বর্ণনা কর।

৯। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী?

(What is the Mount Batten Plan ?)

গ-বিভাগ

১০। ১৮৫৮ সালের ভারত শাসন আইনের ধারাগুলো আলোচনা কর।

(Discuss the provisions of the Government of the India Act of 1858.)

১১। লর্ড লিটনের সংস্কারগুলো পর্যালোচনা কর।

(Review the reforms of Lord Liton)

অথবা, লর্ড লিটনের সংস্কারগুলো ব্যাখ্যা কর।

১২। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় প্রেক্ষাপট আলোচনা কর । ১৯০৭ সালে কংগ্রেসে ভাঙ্গন ঘটে কেন?

(Discuss the background of the formation of the Indian National Congress. Why did it split in 1907?)

১৩। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া ও ফলাফল সম্বন্ধে আলোচনা কর ।

 ১৪। ১৯১৬ সালের লক্ষ্মৌ চুক্তিতে অর্ন্তভুক্ত সাংবিধানিক দাবিসমূহ পর্যালোচনা কর ।

 ১৫। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর।

অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।

১৬। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল? প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর ।

১৭। ১৯৪২ সালের ক্রিপস মিশন' সম্পর্কে আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-০৫/০৩/২০২০)]

(ইতিহাস বিভাগ)

বিষয় : দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৮৫৭–১৯৪৭ খ্রিঃ)

বিষয় কোড : 241501


ক-বিভাগ

(ক) ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটি?

(Which was the first Independent Movement of India?)

উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ।

(খ) আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

(Who was the founder of Aligarh Movement ?)

উত্তর : স্যার সৈয়দ আহমদ খান ।

(গ) মুসলিম লীগ কোথায় গঠিত হয়?

(Where the Muslim League was formed?)

উত্তর : ঢাকায় ।

(ঘ) ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?

(When Indian National Congress was established?)

উত্তর : ১৮৮৫ সালে ।

(ঙ) বঙ্গভঙ্গ রদের ঘোষণা কে দিয়েছিলেন?

(Who announced the annulment of Partition of Bengal?)

উত্তর : রাজা পঞ্চম জর্জ।

(চ) ১৯১৬ সাল ভারতে ইতিহাসে বিখ্যাত কেন?

(Why is the year of 1916 famous in Indian history?)

উত্তর : লক্ষ্মৌ চুক্তির জন্য।

(ছ) অমৃতসর কোথায়?

(Where is Amritsar?)

উত্তর : পাঞ্জাবে ।

(জ) ঢাকা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?

(When was the Dhaka University established?)

উত্তর : ১৯২১ সালে ।

(ঝ) মহাত্মা গান্ধীর পূর্ণ নাম কী?

(What is the full name of Mahatma Gandhi?)

উত্তর : মোহন দাস করম চাঁদ গান্ধী।

(ঞ) বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

(Who was the first Chief Minister of Bengal province?)

উত্তর : এ. কে ফজলুল হক ।

(ট) কৃষক প্রজা পার্টি কত সালে গঠিত হয়?

(When was the Krishak Praja party formed?)

উত্তর : ১৯৩৬ সালে ।

(ঠ) ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?

(When the Indian Independence Act passed?)

উত্তর : ১৯৪৭ সালে ।

খ-বিভাগ

২। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ লিখ ।

৩। আলীগড় আন্দোলন সম্পর্কে টীকা লিখ।

অথবা, আলীগড় আন্দোলন সম্পর্কে টীকা লিখ ৷ অথবা, আলীগড় আন্দোলনের ধারণা দাও ।

৪। সিমলা ডেপুটেশন কী?

৫। খিলাফত আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?

৬। সাইমন কমিশনের সুপারিশগুলো লিখ।

৭। ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব লিখ।

 ৮। “ভারত ছাড়” আন্দোলন কী?

অথবা, “ভারত ছাড়” আন্দোলন সম্পর্কে কী জান?

৯। মন্ত্রিমিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল?

অথবা, ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা ক্তি কার্যকর না হওয়ার কারণ আলোচনা কর।

গ-বিভাগ

১০। ভারতে কোম্পানি শাসনের অবসান হয়েছিল কেন? ব্যাখ্যা কর।

অথবা, ভারতে কোম্পানি শাসনের অবসান হয়েছিল কেন? বর্ণনা কর।

১১। মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর । এ দলের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল?

১২। ১৯০৯ সালের মর্লে-মিন্টো সংস্কারের ধারাগুলো পরীক্ষা কর ।

অথবা, মর্লি মিন্টো সংস্কার আইনের ধারাসমূহ বর্ণনা কর।

 ১৩। খিলাফত ও অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লিখ।

১৪। ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের পটভূমি ও গুরুত্ব বিশ্লেষণ কর।

১৫। গোল টেবিল বৈঠকের (১৯৩০-৩২) কারণ ও ফলাফল লিখ।

১৬। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি ব্যাখ্যা কর।

অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসনে যে ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল তা আলোচনা কর।

অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনে কতখানি প্রাদেশিক শায়ত্ব শাসন প্রদান করা হয়েছিল?

১৭। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-২৯/১২/২০২১)।

(ইতিহাস বিভাগ)

বিষয় : দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৮৫৭–১৯৪৭ খ্রিঃ)

বিষয় কোড : 241501


ক-বিভাগ

(ক) মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন?

(Who was the last Emperor of Mughal dynasty?)

উত্তর : সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

খ) ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

(Who was the 'First Viceroy' of British India?)

উত্তর : লর্ড ক্যানিং ।

(গ) মোহামেডান অ্যাংলো-ওরিয়েনটাল কলেজ কে প্রতিষ্ঠা করেন?

 (Who built the 'Mohamedan Anglo-Oriental College"?)

উত্তর : স্যার সৈয়দ আহমদ খান।

(ঘ) অ্যালন অক্টোভিয়ান হিউম কে ছিলেন?

(Who was Alan Octavian Hume?)

উত্তর : অ্যালন অক্টোভিয়ান হিউম ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন আমলা।

(ঙ) ইলবার্ট বিল কে প্রবর্তন করেন?

(Who introduced Ilbert Bill?)

উত্তর : লর্ড রিপন ।

(চ) কোন আইনে সর্বপ্রথম ভারতে প্রতিনিধিত্বশীল অবস্থা স্বীকার করা হয়?

(By which law was Indian recognized the representative state?)

উত্তর : ১৯৩৫ সালের আইনে ।

(ছ)বঙ্গভঙ্গের পর বাংলা ও আসামের রাজধানী কোথায় ছিল?

(Where was the capital of Bengal and Assam province after the partition of Bengal?)

উত্তর : বঙ্গভঙ্গের পর বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকা ।

(জ)কখন দ্বৈতশাসন ব্যবস্থার বিলোপ ঘটে?

 (When was dual administration abolished?)

উত্তর : দ্বৈতশাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটে ১৯৩৭ সালে ।

(ঝ) কত সালে কোলকাতা থেকে দিল্লিতে ভারতে রাজধানী স্থানান্তরিত করা হয়?

(In which year the capital of Indian was transferred from Kolkata to Delhi?)

উত্তর : ১৯১১ সালে ।

(ঞ) বেঙ্গল প্যাক্ট কী? (What is 'Bengal Pact'?)

উত্তর : ১৯২৩ সালে চিত্তরঞ্জন দাস মুসলমানদের সাথে যে চুক্তি স্বাক্ষর করেন, তাকে বেঙ্গল প্যাক্ট বলে ।

(ট) কাকে সীমান্ত গান্ধী বলা হয়?

(Who is called The Simanto Gandhi'? )

উত্তর : আব্দুল গাফফার চৌধুরীকে।

(ঠ) দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে?

(Who is the introducer of 'The Two Nations Theory'?)

উত্তর : দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক ছিলেন কায়েদ আযম মুহাম্মদ আলী জিন্নাহ |

 খ-বিভাগ

২। ১৮৫৭ সালের মহা বিদ্রোহের ফলাফল কী ছিল?

৩।লর্ড রিপনের সংস্কারগুলো সংক্ষেপে লিখ।

অথবা, লর্ড রিপনের সংস্কারসমূহ আলোচনা কর ।

৪। ইলবার্ট বিল বলতে কী বুঝ?

৫ ৷ বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ আলোচনা কর।

৬। 'মুসলিম লীগ' সম্পর্কে একটি টীকা লিখ।

৭। সাম্প্রদায়িক রোয়েদাদ (১৯৩২) এর বিষয়বস্তু বিশ্লেষণ কর।

৮। স্বদেশী আন্দোলন বলতে কী বুঝ?

 অথবা, স্বদেশি আন্দোলন সম্পর্কে কী জানো?

৯। লক্ষ্ণৌ চুক্তি কী?

 গ-বিভাগ

১০। ১৮৫৮ সালের ভারত শাসন আইনের ধারণাগুলো বর্ণনা কর।

১১। ভাইসরয় হিসেবে লর্ড রিপনের শাসনামলের মূল্যায়ন কর।

১২। ১৮৮৫ সালে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।

অথবা, ভারতীয় কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা কর।

অথবা, ভারতীয় কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য কি?

১৩। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা কর।

১৪। মুসলিম লীগ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।

অথবা, মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কী কী ছিল? আলোচনা কর।

১৫। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল? প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।

 ১৬। ১৯৪২ সালের “ক্রিপস মিশন” সম্পর্কে আলোচনা কর। ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল?

১৭। ১৯৪৭ সালে ভারত কেন বিভক্ত হয়েছিল? এই বিভক্তি কি অপরিহার্য ছিল?

অথবা, ১৯৪৭ সালের ভারত বিভক্তির প্রেক্ষাপট আলোচনা কর।

HomePage
The National University of Bangladesh's all-books and notice portal, nustudents.com, offers all different sorts of news/notice updates.
© Copyright 2024 - aowlad - All Rights Reserved
magnifier linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram