জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত-০৯/০৯/২০১৭)]
(ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 1584
বিষয় : বাংলার ইতিহাস (১৯০৫-১৯৪৭)
ক-বিভাগ
(ক) বঙ্গভঙ্গ কারার ক্ষেত্রে বাংলার কোন নেতার নাম সংশ্লিষ্ট রয়েছে?
উত্তর : নওয়াব সলিমুল্লাহ্ ।
(খ) লর্ড কার্জন কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন বৃটিশ ভারতের ভাইসরয় ছিলেন ।
(গ) মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : নবাব ভিকার-উল-মূলক ।
(ঘ) বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?
উত্তর : সম্রাট পঞ্চম জর্জ
(ঙ) কত সালে কলকাতা থেকে দিল্লীতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়?
উত্তর : ১৯১১ সালে ৷
(চ) খিলাফত আন্দোলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ডেভিট লয়েড জর্জ
(ছ) মহাত্মা গান্ধীর পূর্ণনাম লিখ ।
উত্তর : মহাত্মা গান্ধীর পূর্ণনাম নাম মোহন দাস করমচাঁদ গান্ধী।
(জ) চিত্তরঞ্জন দাসের উপাধি কি ছিল?
উত্তর : দেশবন্ধু ।
(ঝ) কৃষকপ্রজা পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯৩৬ সালে ৷
(ঞ) লাহের প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর : শেরেবাংলা এ.কে ফজলুল হক
(ট) ১৯৩৭ থেকে ১৯৪৭ পর্যন্ত বাংলায় কয়টি মন্ত্রিসভা ছিল?
উত্তর : ৪টি
(ঠ) ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় কে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন?
উত্তর : খাজা নাজিমুদ্দিন ।
খ-বিভাগ
অথবা, স্বদেশি আন্দোলনের কারণ কী ছিল?
অথবা, মুসলিম লীগ গঠনের পটভূমি লিখ । অথবা, মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর ।
বেঙ্গল প্যাক্টের প্রধান শর্তাবলি বর্ণনা কর। অথবা, বেঙ্গল প্যাক্টের ধারাগুলো আলোচনা কর।
অথবা, বাংলায় খিলাফত আন্দোলনের প্রভাবগুলো লিখ ।
অথবা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণগুলো আলোচনা কর।
অথবা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস লিখ। অথবা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছিল সংক্ষেপে আলোচনা কর
অথবা, শিক্ষাক্ষেত্রে একে ফজলুল হকের অবদান লিখ৷
গ-বিভাগ
অথবা, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কেন হয়েছিল? এর কর পরিপ্রেক্ষিতে হিন্দুদের প্রতিক্রিয়া আলোচনা কর।
অথবা, বাংলার শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব আলোচনা কর।
অথবা, ব্রিটিশ শাসনামলে বাংলার শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণির উত্থান সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও ।
অথবা, বেঙ্গল প্যাক্টের (১৯২৩) পটভূমি ও গুরুত্ব আলোচনা কর।
অথবা, ১৯৪৩ সালের মহাদুর্ভিক্ষের উপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর
অথবা, ১৯৪৬ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ কর ।
অথবা, সোহরাওয়ার্দী মন্ত্রিসভার (১৯৪৬-৪৭) গঠন ও কার্যক্রম ব্যাখ্যা কর।
অথবা, ১৯৪০-৪৭ সময়কালে বাংলায় হিন্দু মুসলিম সম্পর্ক পর্যালোচনা কর ।
অথবা, ১৯৪৭ সালে বাংলা বিভক্তির কারণ ও ফলাফল বর্ণনা কর।