HomePage

বাংলার ইতিহাস (১৯০৫-১৯৪৭) পরীক্ষা-২০১৬

Reading Time: 1 minute

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত-০৯/০৯/২০১৭)]

(ইতিহাস বিভাগ)

বিষয় কোড : 1584

বিষয় : বাংলার ইতিহাস (১৯০৫-১৯৪৭)


ক-বিভাগ

(ক) বঙ্গভঙ্গ কারার ক্ষেত্রে বাংলার কোন নেতার নাম সংশ্লিষ্ট রয়েছে?

উত্তর : নওয়াব সলিমুল্লাহ্ ।

(খ) লর্ড কার্জন কে ছিলেন?

উত্তর : লর্ড কার্জন বৃটিশ ভারতের ভাইসরয় ছিলেন ।

(গ) মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর : নবাব ভিকার-উল-মূলক ।

(ঘ) বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?

উত্তর : সম্রাট পঞ্চম জর্জ

(ঙ) কত সালে কলকাতা থেকে দিল্লীতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়?

উত্তর : ১৯১১ সালে ৷

(চ) খিলাফত আন্দোলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : ডেভিট লয়েড জর্জ

(ছ) মহাত্মা গান্ধীর পূর্ণনাম লিখ ।

উত্তর : মহাত্মা গান্ধীর পূর্ণনাম নাম মোহন দাস করমচাঁদ গান্ধী।

(জ) চিত্তরঞ্জন দাসের উপাধি কি ছিল?

উত্তর : দেশবন্ধু ।

(ঝ) কৃষকপ্রজা পার্টি কত সালে গঠিত হয়?

উত্তর : ১৯৩৬ সালে ৷

(ঞ) লাহের প্রস্তাব কে উত্থাপন করেন?

উত্তর : শেরেবাংলা এ.কে ফজলুল হক

(ট) ১৯৩৭ থেকে ১৯৪৭ পর্যন্ত বাংলায় কয়টি মন্ত্রিসভা ছিল?

উত্তর : ৪টি

(ঠ) ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় কে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন?

উত্তর : খাজা নাজিমুদ্দিন ।

খ-বিভাগ

২। স্বদেশী আন্দোলনের কারণগুলো সংক্ষেপে আলোচনা কর ।

অথবা, স্বদেশি আন্দোলনের কারণ কী ছিল?

 ৩। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর ।

 অথবা, মুসলিম লীগ গঠনের পটভূমি লিখ । অথবা, মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর ।

৪। বেঙ্গল প্যাক্টের প্রধান ধারাগুলি কি কি?

  বেঙ্গল প্যাক্টের প্রধান শর্তাবলি বর্ণনা কর। অথবা, বেঙ্গল প্যাক্টের ধারাগুলো আলোচনা কর।

৫। বাংলায় খিলাফত আন্দোলনের প্রভাব বর্ণনা কর।

অথবা, বাংলায় খিলাফত আন্দোলনের প্রভাবগুলো লিখ ।

 ৬। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণগুলো আলোচনা কর।

অথবা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণগুলো আলোচনা কর।

অথবা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস লিখ। অথবা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছিল সংক্ষেপে আলোচনা কর

 ৭। ১৯৩৭ সালের নির্বাচনের ফলাফল পর্যালোচনা কর।

 ৮। শিক্ষাক্ষেত্রে এ. কে. ফজলুল হকের অবদান মূল্যায়ন কর।

অথবা, শিক্ষাক্ষেত্রে একে ফজলুল হকের অবদান লিখ৷

৯। ১৯৪৭ সালে অখণ্ড বাংলা গঠনের প্রয়াস ব্যর্থ হয় কেন?

গ-বিভাগ

১০। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের কারণ কি ছিল? এতে হিন্দুদের প্রতিক্রিয়া কি ছিল?

অথবা, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কেন হয়েছিল? এর কর পরিপ্রেক্ষিতে হিন্দুদের প্রতিক্রিয়া আলোচনা কর।

 ১১। বাংলায় মুসলিম মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব আলোচনা কর।

অথবা, বাংলার শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব আলোচনা কর।

অথবা, ব্রিটিশ শাসনামলে বাংলার শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণির উত্থান সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও ।

১২। ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর ।

অথবা, বেঙ্গল প্যাক্টের (১৯২৩) পটভূমি ও গুরুত্ব আলোচনা কর।

১৩। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা কর ।

অথবা, ১৯৪৩ সালের মহাদুর্ভিক্ষের উপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর

১৪। বাংলায় ১৯৪৬ সালের নির্বাচনের ফলাফল পর্যালোচনা কর।

অথবা, ১৯৪৬ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ কর ।

 ১৫। সোহরাওয়ার্দী মন্ত্রিসভার (১৯৪৬-৪৭) গঠন ও কার্যক্রম পর্যালোচনা কর।

অথবা, সোহরাওয়ার্দী মন্ত্রিসভার (১৯৪৬-৪৭) গঠন ও কার্যক্রম ব্যাখ্যা কর।

 ১৬। ১৯৪০-৪৭ সময়কালে বাংলায় হিন্দু-মুসলিম সম্পর্ক আলোচনা কর।

অথবা, ১৯৪০-৪৭ সময়কালে বাংলায় হিন্দু মুসলিম সম্পর্ক পর্যালোচনা কর ।

 ১৭। ১৯৪৭ সালে বাংলা বিভক্তির কারণ ও ফলাফল আলোচনা কর।

অথবা, ১৯৪৭ সালে বাংলা বিভক্তির কারণ ও ফলাফল বর্ণনা কর।

HomePage
The National University of Bangladesh's all-books and notice portal, nustudents.com, offers all different sorts of news/notice updates.
© Copyright 2024 - aowlad - All Rights Reserved
magnifier linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram