জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত- ১০/০৩/২০১৮)]
(ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 241503
বিষয় : বাংলার ইতিহাস (১৯০৫-১৯৪৭)
ক-বিভাগ
(ক) ক্ষুদিরাম কে ছিলেন?
উত্তর : ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকের সর্বকনিষ্ট এক বিপ্লবী ছিলেন।
(খ) কখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।
(গ) অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
উত্তর : মহাত্মা গান্ধী ।
(ঘ) বঙ্গভঙ্গ কবে রদ করা হয়?
উত্তর : ১৯১১ সালের ১২ ডিসেম্বর।
(ঙ) বেঙ্গল প্যাক্ট হয় কত সালে?
উত্তর : ১৯২৩ সালে ।
(চ) কখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২১ সালে ।
(ছ) খিলাফত আন্দোলনের দুইজন নেতার না লিখ ।
উত্তর : মওলানা মোহাম্মদ আলী ও মওলানা শওকত আলী ।
(জ) মার্লো-মিন্টু সংস্কার আইন কত সালে পাস হয়?
উত্তর : ১৯০৯ সালে।
(ঝ) দ্বি-জাতিতত্ত্ব কে উত্থাপন করেন?
উত্তর : মুহাম্মাদ আলী জিন্নাহ ।
(ঞ) কার নেতৃত্বে কৃষক প্রজা পার্টি গঠন করা হয়?
উত্তর : শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বে।
(ট) বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
(ঠ) বাংলার ইতিহাসে ১৯৪৩ সাল বিখ্যাত কেন ? উত্তর : মহাদুর্ভিক্ষের জন্য বিখ্যাত
খ-বিভাগ