ভূমিকা : যুদ্ধকালীন সাম্যবাদ বা War communism নামে অভিহিত করা হয়। ১৯১৮-১৯২১ খ্রিস্টাব্দ পর্যন্ত বলশেভিক সরকারের গৃহীত অর্থনৈতিক ব্যবস্থাকে। গৃহযুদ্ধ এবং বৈদেশিক হস্তক্ষেপের ফলে সোভিয়েত সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হন ১৯১৮ খ্রি. বসন্তকালে লেনিনের রচিত অর্থনৈতিক পরিকল্পনা। যুদ্ধকালীন সাম্যবাদ চালু করা হয় সোভিয়েত ও রাশিয়া গৃহযুদ্ধের সময় ।
যুদ্ধকালীন সাম্যবাদ : রাশিয়ার অভ্যন্তরে অক্টোবর বিপ্লবের কিছুদিনের মধ্যে গৃহযুদ্ধ সৃষ্টি হয় প্রতিবিপ্লবী শক্তি ও বৈদেশিক শক্তির আক্রমণের ফলে। দেশের অর্থনীতিতে বিপর্যয় আসে এবং জনজীবনে বিপর্যস্ত হয় ৷
শ্রমিক, কৃষকসহ দেশপ্রেমিক জনতা ও রেড আর্মি রুখে দাঁড়ায় প্রতিবিপ্লবী শক্তি ও বৈদেশিক শক্তির আক্রমণ প্রতিহত করার জন্য । এমন পরিস্থিতিতে লেনিন গৃহযুদ্ধের মোকাবিলা করার জন্য পূর্বের অর্থনৈত্বিক পরিকল্পনার পরিবর্তে দেশের অর্থনৈতিক শিল্পব্যবস্থা সবকিছু নতুন করে দাঁড় করান সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য। যুদ্ধকালীন সাম্যবাদ বলতে বোজায় লেনিন যুদ্ধকালীন যে অর্থনৈতিক নীতি চালু করেন তাকে ।
সমগ্র উৎপাদন ও বণ্টন ব্যবস্থা, সকল প্রকার ভূ-সম্পত্তি, শিল্প, শিল্প কারখানা ও ব্যবসা-বাণিজ্য রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ নীতি গৃহীত হয়। এ পরিকল্পনায় War communism বা যুদ্ধকালীন সাম্যবাদ হলো এ নীতির নাম। এটি একটি সামরিক ব্যবস্থা ছিল লেনিন এর মতামত অনুযায়ী ।
অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা হিসেবে “যুদ্ধকালীন সাম্যবাদ” বা “সামরিক সাম্যবাদ” চালু করা হয় সোভিয়েত রাশিয়ার গৃহযুদ্ধের সময় ১৯১৮ থেকে ১৯২১ খ্রি. পর্যন্ত। বলশেভিক শাসকগোষ্ঠী শহরসমূহের অধিবাসী এবং রেড আর্মীর অস্ত্র সরঞ্জাম ও খাদ্য সরবরাহের উদ্দেশ্যে “যুদ্ধকালীন সাম্যবাদ” নীতি তখন গ্রহণ করে যখন যুদ্ধের কারণে রাশিয়ার সকল স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সম্পর্ক ধ্বংসপ্রাপ্ত হয় যা সোভিয়েত ইতিহাসতত্ত্ব অনুযায়ী জানা যায়। ১৯১৮ খ্রি. জুন মাসে “যুদ্ধকালীন সাম্যবাদ” বলবৎ করে। ভেসেন ভেসেন খাঁ (Vesenkha) নামে পরিচিত সর্বোচ্চ অর্থনৈতিক পরিষদ। নতুন অর্থনৈতিক নীতি' (NEP) চালুর সাথে সাথে যুদ্ধকালীন সাম্যবাদের অরসান ঘটে ১৯২১ খ্রিস্টাব্দের ১০ মার্চ।
উপসংহার : পরিশেষে বলা যায়, লেনিন এক নতুন অর্থনৈতিক নীতি গড়ে তোলেন তখনই রাশিয়ার জনগণ যখন প্রতিবিপ্লবী শক্তি ও বৈদেশিক শক্তির বিরুদ্ধে সচেতন হয় একেই বলা হয় যুদ্ধকালীন সাম্যবাদ। এটি যুদ্ধকালীন সাম্যবাদ নামে পরিচিতি লাভ করার কারণ ছিল এই অর্থনৈতিক নীতি যুদ্ধ চলাকালনি সময়ে গ্রহণ করা হয়েছিল।