জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত-২১/০৯/২০১৭)। (ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 241509
বিষয় : রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
ক-বিভাগ
(ক) USSR-এর পূর্ণরূপ কি?
উত্তর : Union Soviet Socialist Republic.
(খ) আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে?
উত্তর : আধুনিক রাশিয়ার জনক পিটার দি গ্রেটকে বলা হয় ।
(গ) “মীর” কি?
উত্তর : মীর একটি বিখ্যাত সমিতি।
(ঘ) “ইসক্রা” শব্দের অর্থ কি?
উত্তর : স্ফুলিঙ্গ।
(ঙ) কখন রুশ-জাপান যুদ্ধ শুরু হয়েছিল?
উত্তর : রুশ-জাপান যুদ্ধ ১৯০৪-০৫ সালে সংঘটিত হয় ।
(চ) কোন বিপ্লবকে “প্রভাতী তারা” বলা হয়?
উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবকে।
(ছ) বলশেভিক শব্দটির অর্থ লিখ ।
উত্তর : বলশেভিক শব্দটির অর্থ সংখ্যাগুরু ।
(জ) ডিসেমব্রিস্ট আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর : ১৮২৫ সালে ।
(ঝ) রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন?
উত্তর : রাশিয়ার সর্বশেষ জার দ্বিতীয় নিকোলাস ।
(ঞ) লেলিনের পুরো নাম কি?
উত্তর : লেলিনের পুরো নাম ভাদিমির ইলিচ উলিয়ানভ লেলিন।
(ট) লাল ফৌজ কি?
উত্তর : লাল ফৌজ হলো কমিউনিস্ট আর্মি ।
(ঠ) দেশপ্রেমিক মহাযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল?
উত্তর : ১৯৪১ খ্রি: হতে ১৯৪৫ খ্রি: পর্যন্ত
খ-বিভাগ
গ-বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-২৪/০৩/২০১৮)]
(ইতিহাস বিভাগ)
বিষয় :রাশিয়াও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
বিষয় কোড : 241509
ক-বিভাগ
(ক) কাকে মুক্তিদাতা জার' বলা হয়?
উত্তর : দ্বিতীয় আলেকজান্ডারকে ।
(খ) ক্রিমিয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৪ সালে।
(গ) সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : কার্ল মার্কস ।
(ঘ) RSDLP এর পূর্ণরূপ কি?
উত্তর : RSDLP এর পূর্ণরূপ হলো- Russian Social Democratic Labour Party.
(ঙ) চার্লস ওয়েন কে ছিলেন?
উত্তর : একজন ইংরেজ সমাজতান্ত্রিক ।
(চ) বলশেভিক দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : লেনিন ।
(ছ) পোর্টস মাউথের সন্ধি কবে সম্পাদিত হয়?
উত্তর : ১৯০৫ সালে ।
(জ) কোন বিপ্লব রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটায়?
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে।
(ঝ) 'The Big Three! কাদের বলা হয়?
উত্তর : আমেরিকা, রাশিয়া ও ইংল্যান্ডকে।
(ঞ) 'সোভিয়েত' শব্দের অর্থ কি?
উত্তর : স্বশাসিত পরিষদ।
লেনিন কখন মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯২৪ সালের ২১ জানুয়ারি
(ঠ). অপারেশন বারবারোসা কি?
উত্তর : হিটলারের রাশিয়া আক্রমণের পরিকল্পনার নাম অপারেশন বারবারোসা ।
খ-বিভাগ
গ-বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-২৩/০৪/২০১৯)]
(ইতিহাস বিভাগ)
বিষয় : রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
বিষয় কোড : 241509
ক-বিভাগ
(ক) রাশিয়ার সর্বশেষ জার কে ছিলেন? (Who was the last Tsar of Russia?)
উত্তর : রাশিয়ার সর্বশেষ জার দ্বিতীয় নিকোলাস ।
(খ) রাশিয়াতে কবে ‘সোস্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়? (When did the ‘Social Democratic Party' found in Russia?)
উত্তর : ১৮৯৮ সালে।
(গ) রাশিয়ার ইতিহাসে ‘রক্তাক্ত রবিবারের ঘটনা কখন ঘটে? (When did the event of 'Bloody Sunday' take place in the
history of Russia?)
উত্তর : ১৯০৫ সালে ।
(ঘ)কখন রুশ-জাপান যুদ্ধ শুরু হয়েছিল? (When was the battle of Russo-Japan started?)
উত্তর : রুশ-জাপান যুদ্ধ ১৯০৪-০৫ সালে সংঘটিত হয়।
(ঙ) ‘বলশেভিক’ শব্দটির অর্থ কী? (What is the meaning of the word 'Bloshevik?)
উত্তর : বলশেভিক শব্দটির অর্থ সংখ্যাগুরু।
(চ) কোন বিপ্লবকে ‘প্রভাতী তারা' বলা হয়? (Which revolution is called 'Morning Star?)
উত্তর : ফেব্রুয়ারি বিপ্লবকে।
(ছ) USSR এর পূর্ণরূপ কী? (What is the full from of USSR?)
উত্তর : USSR এর পূর্ণরূপ হলো- Union of Soviet Socialist Republic.
(জ) কত সালে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো' প্রকাশিত হয়েছিল? (In which year 'Communist Manifesto' was published?)
উত্তর : ১৮৪৮ সালে ।
(ঝ) ‘দ্বন্দ্বমূলক বস্তুবাদ' তত্ত্বের প্রবক্তা কে? (Who is the introducer of 'Dialectic Materialism' theory?)
উত্তর : কার্ল মার্কস ।
(ঞ) রাশিয়ার ইতিহাসে কুলাক নামে কারা পরিচিত? (Who wer known as Kulak in the history of Russia?)
উত্তর : সমৃদ্ধশালী কৃষকেরা ।
(ট) NEP এর পূর্ণরূপ কী? (What is the full form of NEP?)
উত্তর : NEP এর পূর্ণরূপ হলো- New Economic Policy.
(ঠ) ‘দেশপ্রেমিক মহাযুদ্ধ' কত দিন স্থায়ী হয়েছিল? (How long the 'Great Patriotic War' was lasted?)
উত্তর : ১৯৪১ খ্রি: হতে ১৯৪৫ খ্রি: পর্যন্ত ৷
খ-বিভাগ
গ-বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-১৪/০৩/২০২০)।
(ইতিহাস বিভাগ)
বিষয় :রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ইতিহাস (১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত)
বিষয় কোড : 241509
ক-বিভাগ
(ক) আধুনিক রাশিয়ার জনক বলা হয় কাকে? (Who is called the father of Modem Russia?)
উত্তর : আধুনিক রাশিয়ার জনক পিটার দি গ্রেটকে বলা হয় ।
(খ) রাশিয়ার শেষ রাজবংশের নাম কী? (What is the name of the last Russian Dynasty?)
উত্তর : রোমানভ রাজবংশ।
(গ) ‘নিহিলিজম' শব্দটির অর্থ কী? (What is the meaning of the word 'Nihilism'?)
উত্তর : উচ্ছেদবাদ বা ধ্বংসবাদ ।
(ঘ) ডিসেমব্রিস্ট আন্দোলন' কত সালে হয়েছিল? (In which year 'Decembrist Movement' took place?)
উত্তর : ডিসেমব্রিস্ট আন্দোলন ১৮২৫ সালে সংঘটিত হয়।
(ঙ) রাশিয়ায় বলশেভিক পার্টি কখন গঠিত হয়? (When did the Bolshevik Party form in Russia?)
উত্তর : রাশিয়ায় বলশেভিক পার্টি ১৯০৩ সালে গঠিত হয়।
(চ) কোন বিপ্লব রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটায়? (Which revolution concluded the Czarism in Russia?)
উত্তর : ১৯১৭ সালের ফেব্রুয়ারী বিপ্লবের মাধ্যমে ।
(ছ) 'মেনশেভিক' শব্দটির অর্থ লিখ। (Write the meaning of the word 'Menshevic'.)
উত্তর : 'মেনশেভিক' শব্দটির অর্থ সংখ্যালঘু।
(জ) রাসপুটিন কে ছিলেন? (Who was Rasputin ?)
উত্তর : জার ২য় নিকোলাসের সময়কার একজন ধর্মযাজক।
(ঝ) RSDLP এর পূর্ণরূপ কী? (What is full form of RSDLP?)
উত্তর : RSDLP এর পূর্ণরূপ Russian Social Democratic Labour Party.
(ঞ) প্লেখানভ কে ছিলেন? (Who was Plekhanov ?)
উত্তর : নারদিক মতবাদে বিশ্বাসী একজন চিন্তাবিদ ছিলেন ।
(ট) "The Big Three" কাদের বলা হয়? (Who are known as "The Big Three"?)
উত্তর : আমেরিকা, রাশিয়া ও ইংল্যান্ডকে ।
(ঠ)'অপারেশন বারবারোসা কী? (What is the 'Operation Barbarossa'?
উত্তর : হিটলারের রাশিয়া আক্রমণের পরিকল্পনার নাম অপারেশন বারবারোসা ।
খ-বিভাগ
গ-বিভাগ