HomePage

ঔপনিবেশিক শাসকের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস (১৭৭৩ – ১৯৪৭)

Reading Time: 2 minutes

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ: পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত-১৩/০৯/২০১৭))

(ইতিহাস বিভাগ)

বিষয় কোড : 241505

বিষয় : ঔপনিবেশিক শাসকের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস (১৭৭৩ – ১৯৪৭)

ক-বিভাগ

(ক) রেগুলেটিং এ্যাক্ট কত সালে কত সালে পাস হয়?

উত্তর : ১৭৭৩ সালে।

(খ) কখন সনদ আইন পাস হয়?

উত্তর : ১৭৯৩ সালে।

(গ) স্যার ইলিজা ইম্পে কে ছিলেন?

উত্তর : কলকাতা সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ।

(ঘ) কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে সর্বপ্রথম ভারত সচিবের পদ সৃষ্টি করা হয়?

 উত্তর : ১৮৫৮ সালের ভারত শাসন আইনে ভারত-সচিবের পদ সৃষ্টি করা হয়।

(ঙ) কর্ণওয়ালিশ কোড কি?

উত্তর লর্ড কর্ণওয়ালিস প্রবর্তিত প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি পরবর্তী সময়ে এক সঙ্গে সংকলিত হয়ে কর্ণওয়ালিশ কোড নামে পরিচিত হয় ৷

(চ) ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর : লর্ড ক্যানিং।

(ছ) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : লর্ড ওয়েলেসলি ।

(জ) ১৯১৬ সাল কেন বিখ্যাত?

উত্তর : লক্ষ্মৌ চুক্তির জন্য বিখ্যাত।

(ঝ) কোন আইনে ভারতীয়দের সর্বপ্রথম ‘আইন পরিষদের সদস্য করা হয়?

উত্তর : ১৯০৯ সালের সংস্কার আইনের মাধ্যমে।

(ঞ) বেঙ্গল প্যাক্ট কি?

উত্তর : ১৯২৩ সালে স্বাক্ষরিত অখণ্ড বাংলা প্রস্তাব ।

(ট) ১৯৩৫ সালের ভারত আইন পাসের ভারতের গভর্ণর জেনারেল কে ছিলেন?

 উত্তর : লর্ড উইলিংটন।

(ঠ) মন্ত্রী মিশনে কতজন সদস্য ছিলেন?

উত্তর : ৩ জন।

খ-বিভাগ

2) ১৭৬৫ সালে প্রবর্তিত দ্বৈতশাসনের প্রকৃতি বিশ্লেষণ কর।

অথবা, দ্বৈতশাসনের প্রকৃতি সম্পর্কে লিখ।

অথবা, দ্বৈতশাসনের প্রকৃতি বলতে কী বুঝ?

৩) নিয়ামক আইন ব্যাখ্যা কর।

অথবা, নিয়ামক আইন বলতে কী বুঝ?

৪ ) পিটের ভারত শাসন আইনের (১৭৮৪) প্রধান ধারাসমূহ বর্ণনা কর ।

অথবা, পিটের ভারত শাসন আইনের (১৭৮৪) প্রধান ধারাসমূহ বর্ণনা কর ।

অথবা, পিটের ভারত আইনের ধারার উপর টীকা লিখ ।

৫। মহারানি ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণায় (১৮৫৮) ভারতীয়দের কি প্রতিশ্রুতি দিয়েছিলেন?

অথবা, মহারানি ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণায় (১৮৫৮) ভারতীয়দের কি প্রতিশ্রুতি দিয়েছিলেন?

৬) মহারাণী ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণায় (১৮৫৮) ভারতীয়দের কি প্রতিশ্রুতি দিয়েছিলেন?

অথবা, ১৮৯২ সালের কাউন্সিল আইনের ধারাসমূহ উল্লেখ কর।

৭। খিলাফত আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?

অথবা, খিলাফত আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?

অথবা, খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা কর।

৮। ১৯৩৫ সালে ভারত শাসন আইনের ত্রুটিসমূহ লিখ।

অথবা, ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সীমাবদ্ধতা লিখ।

৯। মাউন্ট- ব্যাটেন পরিকল্পনা কি ছিল?

অথবা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলতে কি বুঝ?

গ-বিভাগ

১০। এলাহাবাদ চুক্তির (১৭৬৫) ধারাসমূহ ব্যাখ্যা কর। এই চুক্তির গুরুত্ব বর্ণনা কর ।

১১। কি কি কারণে রেগুলেটিং এ্যাক্ট (১৭৭৩) পাস করা হয়েছিল? এ আইনের প্রধান ধারাসমূহ আলোচনা কর ।

অথবা, কি কি কারণে রেগুলেটিং এ্যাক্ট (১৭৭৩) পা হয়েছিল? এ আইনের প্রধান ধারাসমূহ আলোচনা কর।

অথবা, চার্টার এ্যাক্ট প্রবর্তন করার কারণ কী? রেগুলেটিং আইনের ধারাসমূহকে সংক্ষেপে লিখ।

১২। ১৭৮৪ সালের পিটের ভারত শাসন আইন পর্যালোচনা কর।

অথবা, ১৭৮৪ সালে পিটের ভারত শাসন আইন ব্যাখ্যা কর।

১৩। ১৮৩৩ সালের সনদ আইনের ধারা গুরুত্ব আলোচনা কর।

অথবা, ১৮৩৩ সালের সনদ আইনের প্রধান ধারাসমূহ ও তাৎপর্য বর্ণনা কর।

১৪। ১৯০৯ সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

অথবা, ১৯০৯ সালের ভারত শাসন আইনের প্রধান বর্ণনা কর।

১৫। ১৯২৩ খ্রিস্টাব্দের বেঙ্গল প্যাক্টের শর্তাবলি লিখ। এর ব্যর্থতার কারণসমূহ লিখ ।

অথবা, ১৯২৩ খ্রিস্টাব্দের বেঙ্গল প্যাক্টের শর্তাবলি লিখ। এর ব্যর্থতার কারণ লিখ ।

১৬। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে গভর্ণর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।

১৭। ১৯৪৭ সালে ভারতীয় স্বাধীনতা আইনের ধারাসমূহ বিশ্লেষণ কার ।

অথবা, ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইনের ধারাসমূহ পর্যালোচনা কর ।

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-১৪/০৩/২০১৮)]

(ইতিহাস বিভাগ)

বিষয় : ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস (১৭৭৩–১৯৪৭)

বিষয় কোড : 241505

ক-বিভাগ

(ক) ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করে?

উত্তর : ১৭৬৫ সালে ।

(খ) নিয়ামক আইন কি?

উত্তর : ১৭৭৩ সালের ভারত সংক্রান্ত বৃটিশ পার্লামেন্টে প্রণীত আইন।

(গ) “Laissez-Faire" কথাটির অর্থ কি?

উত্তর : মুক্তবাজার অর্থনীতি ।

(ঘ) নিজামত বলতে কি বুঝায়?

উত্তর : নিজামত বলতে সামরিক ও আইন-শৃঙ্খলা বিভাগ বুঝায়

(ঙ) পিট কে ছিলেন?

উত্তর : পিট ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ।

(চ) ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কবে?

উত্তর : ১৮৫৮ সালে ।

(ছ) ১৯১৯ সালের আইনকে কি নামে ডাকা হয়?

উত্তর : মন্টেগু-চেমসফোর্ড আইন নামে ।

(জ) ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম আইন কোনটি?

উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইন ।

(ঝ) সাইমন কমিশন কখন গঠিত হয়েছিল?

উত্তর : ১৯২৭ সালে ৷

(ঞ) কোন আইনে ভারতীয় মুসলমানদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?

উত্তর : ১৯০৯ সালের আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়।

(ট) লর্ড মাউন্ট ব্যাটেন কে ছিলেন?

উত্তর : ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়।

(ঠ) ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?

উত্তর : ১৯৪৭ সালে ।

খ-বিভাগ

২। দেওয়ানীর গুরুত্ব লিখ।

অথবা, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি  লাভের গুরুত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও ।

৩।১৮৩৩ সালের সনদ আইনের গুরুত্ব আলোচনা কর।

৪।১৯০৯ সালের সংস্কার আইনের পটভূমি লিখ ।

৫। অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?

অথবা, অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?

অথবা, অসহযোগ আন্দোলন ব্যর্থতার কারণসমূহ উল্লেখ কর।

৬।১৯২৩ খ্রিস্টাব্দের বেঙ্গল প্যাক্টের শর্তাবলি লিখ।

অথবা, ১৯২৩ খ্রিস্টাব্দের বেঙ্গল প্যাক্টের শর্তাবলি লিখ ।

অথবা, বেঙ্গল প্যাক্টের ধারাসমূহ আলোচনা কর।

৭। রাওলাট আইন কি ?

অথবা, রাওলাট সম্পর্কে ধারণা দাও ।

৮।১৯৩৫ সালের ভারত শাসন আইনের যেকোনো তিনটি ধারা লিখ ।

৯। মন্ত্রিমিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়?

গ-বিভাগ

১০। ১৭৬৫–১৭৭২ সাল পর্যন্ত এ্যাংলো-মোঘল যৌথ শাসনব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা কর।

অথবা, ব্রিটিশ ও মুঘলদের যৌথ শাসনের প্রকৃতি ও ফলাফল সম্পর্কে আলোচনা কর।

অথবা, প্রকৃতি ও ফলাফল সহ ব্রিটিশ মুঘলদের যৌথ শাসন সম্পর্কে আলোচনা কর।

১১। চিরস্থায়ী বন্দোবস্তের দোষ-গুণ আলোচনা কর।

অথবা, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে লিখ। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল আলোচনা কর।

১২। ১৮১৩ সালের সনদ আইনের ধারা ও গুরুত্ব আলোচনা কর।

১৩। ১৮৫৮ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য আলোচনা কর।

১৪। ১৮৬১ সালের কাউন্সিল আইনের ধারাসমূহ উল্লেখ কর।

১৫। ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের পটভূমি ও বৈশিষ্ট্য আলোচনা কর।

১৬। ১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১৭। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি ব্যাখ্যা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-১৩/০৪/২০১৯)]
(ইতিহাস বিভাগ)
বিষয় : ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস (১৭৭৩-১৯৪৭)
বিষয় কোড : 241505

ক-বিভাগ

(ক) নিয়ামক আইন কত সালে পাস হয়? (When did the Regulation Act pass?)
উত্তর : নিয়ামক আইন ১৭৭৩ সালে সালে পাস হয়।

(খ) স্যার ইলিজা ইম্পে কে ছিলেন? (Who was Sir Elijah Impay?)
উত্তর : কলকাতা সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ।

(গ) পিটের ভারত শাসন আইন কখন পাস হয়? (When did Pitt's Indian Act pass?)
উত্তর : পিটের ভারত শাসন আইন ১৭৮৪ সালে পাস হয়।

(ঘ) কোন আইনের মাধ্যমে ভারতে সর্বপ্রথম ভারত সচিবের পদ সৃষ্টি করা হয়? (Which Act the office of the Secretary of the state for India was created?)
উত্তর : ১৮৫৮ সালের ভারত শাসন আইনের ফলে ভারত সচিব পদের সৃষ্টি হয়।

(ঙ) প্রথম সনদ আইন পাস হয় কখন? (When did first Charter Aet pass?)
উত্তর : ১৭৯৩ সালে সনদ আইন পাস হয় ।

(চ) কর্ণওয়ালিশ কোড কি? (What is Cornowallish Code?)
উত্তর : লর্ড কর্ণওয়ালিস প্রবর্তিত প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি পরবর্তী সময়ে এক সঙ্গে সংকলিত হয়ে কর্ণওয়ালিশ কোড নামে পরিচিত হয়।

(ছ) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? (Who was the founder of Fort William College T
উত্তর : লর্ড ওয়েলেসলি।

(জ) মণি- মিন্টো কে ছিলেন? (Who was Morley Minto?)
উত্তর: মনি ছিলেন ভারত সচিব এবং মিন্টো ছিলেন গর্ভনর জেনা

(ঝ) ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? (Who was the First Viceroy of British India?
উত্তর : ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং ছিলেন |

(ঞ) কোন আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য করা হয়? (By which Act was the Indians become
উত্তর: ১৯০৯ সালে মণি মিন্টোর সংস্কার আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য করা হয়।

(ট) মন্ত্রী মিশনে কতজন সদস্য ছিল? (How many members were in the Cabinet Mission?)
উত্তর : মন্ত্রী মিশনে তিনজন সদস্য ছিলেন।

(ঠ) ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্ণর জেনারেল কে ছিলেন? (Who was the last Governor General of British India?)
উত্তর : ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং।

খ-বিভাগ

২। এলাহাবাদ চুক্তির (১৭৬৫) ধারাসমূহ ব্যাখ্যা কর।

অথবা, এলাহাবাদ সন্ধি ১৭৬৫ সংক্ষেপে লিখ।

অথবা, এলাহাবাদ সন্ধির ধারা সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও ।

৩। চিরস্থায়ী বন্দোবস্তু কী

অথবা, চিরস্থায়ী বন্দোবস্তের উপর টিকা লিখ ।

৪। ১৭৯৩ সালের সনদ আইনের পটভূমি আলোচনা কর।

অথবা, ১৭৯৩ সালের সনদ আইনের পটভূমি আলোচনা কর ।

৫। ১৮১৩ সালের সনদ আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ ।

অথবা, ১৮১৩ সালের ২য় সনদ আইনের ধারাসমূহ সনদে আলোচনা কর।

৬। ১৮৫৩ সালের সনদ আইনের ধারাসমূহ আলোচনা কর।

অথবা, ১৮৫৩ সালের চার্টার আইনের ধারাসমূহ বিশ্লেষণ কর ।

৭। মহারাণী ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণায় (১৮৫৮) ভারতীয়দের কি প্রতিশ্রুতি দেন?

৮। ১৮৯২ সালের কাউন্সিল আইনের ধারাসমূহ উল্লেখ কর।

৯। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি ছিল?

গ-বিভাগ

১০। কি কি কারণে রেগুলেটিং এ্যাক্ট (১৭৭৩) পাশ করা হয়েছিল? এ আইনের প্রধান ধারাসমূহ আলোচনা কর।

১১। ১৭৮৪ সালের পিটের ভারত শাসন আইন পর্যালোচনা কর।

১২। ১৮৩৩ সালের সনদ আইনের ধারা ও গুরুত্ব আলোচনা কর।

১৩। ১৯০৯ সালের মর্লি-মিন্টো আইনের ধারা ও গুরুত্ব আলোচনা কর।

অথবা, মর্লি মিন্টো সংস্কার আইনের ধারা ও গুরুত্ব বর্ণনা কর।

১৪। ১৯১৬ সালের লক্ষ্মৌ চুক্তিতে অন্তর্ভুক্ত সাংবিধানিক দাবিসমূহ পর্যালোচনা কর।

১৫। ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের শর্তাবলি লিখ। এর ব্যর্থতার কারণসমূহ লিখ।

১৬। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে গর্ভনর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।

১৭। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ধারাসমূহ বিশ্লেষণ কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-০৮/০৩/২০২০)।
(ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 241505
বিষয় : ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস (১৭৭৩-১৯৪৭)

ক-বিভাগ

(ক) ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে প্রথম লিখিত আইন কোনটি? (Which is the first written Act in the constitutional history of India under British rule?)
উত্তর : রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ |

(খ) ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? (Who was the first Governor General of India ?)
উত্তর : বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।

(গ) কোন আইনে কোলকাতায় সুপ্রীমকোর্ট প্রতিষ্ঠা করা হয়? (By which Act the Calcutta Supreme Court was established?)
উত্তর : ১৭৭৩ সালের রেগুলেটিং আইনের মাধ্যমে।

(ঘ) কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ভারতে বাণিজ্যিক অধিকার বিলোপ করা হয়? (When the commercial rights of the East India Company in India were abolished?)
উত্তর : ১৮৩৩ সালের সনদ আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করা হয়।

(ঙ) ‘প্ৰজস্বত্ব আইন' কত সালে প্রবর্তিত হয়? (When the 'Tenancy Act' Introduced?)
উত্তর : ১৮৮৫ সালে ।

(চ) এ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন? (Who was Allan Octavian Hume?)
উত্তর : কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ আমলা ছিলেন ।

(ছ) শেষ সনদ আইন কবে পাস হয়? (When did the last Charter Aet pass ? )
উত্তর : ১৮৫৩ সালে।

(জ) ভারতে কোম্পানীর শাসন অবসান হয় কবে? (When did terminate the rule of Company in India?)
উত্তর : ১৮৬৫ সালে ।

(ঝ) প্রথম ভারত সচিব কে ছিলেন? (Who was the first secretary of the State of India ? )
উত্তর : লর্ড স্ট্যানলে ।

(ঞ) কাইজার-ই-হিন্দ কার উপাধি ছিল? (Whose title was Kai ?er-i-Hind?)
উত্তর : মহারানী ভিক্টোরিয়ার ।

(ট) কোন আইনে ভারতীয় মুসলমানদে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়? (By which Act seperate election was arranged for the Indian Muslims?)
উত্তর : ১৯০৯ সালের আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়।

(ঠ) কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়? (By which Act terminated the British regime in India?)
উত্তর : ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতে দু'শ বছরের ব্রিটিশ শাসনের অবসান হয়।

খ-বিভাগ

২। ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়েছিল?

অথবা, চার্টার এ্যাক্ট প্রবর্তন করার কারণ কী?

৩। ১৮৩৩ সালের সনদ আইনের গুরুত্ব আলোচনা করা?

৪। ১৮৫৮ সালের ভারত শাসন আইনের পটভূমি সংক্ষেপে লেখ।

৫। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট (১৮৭৮) কী?

৬। ইলবার্ট বিল কী?

৭। সিমলা ডেপুটেশন কী?

৮। ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ কী কী?

৯। ভারত বিভাজন (১৯৪৭) কি অনিবার্য ছিল?

গ-বিভাগ

১০। ১৭৬৫ - ১৭৭২ খ্রিষ্টাব্দ পর্যন্ত অ্যাংলো-মুঘল যৌথ শাসনের প্রকৃতি ব্যাখ্যা কর।

১১। ১৭৯৩ সালের সনদ আইনের পটভূমি ও ধারাসমূহ আলোচনা কর।

১২। চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুণ পর্যালোচনা কর।

১৩। ১৮৫৩ সালের সনদ আইনের প্রধান ধারাগুলো উল্লেখপূর্বক এই আইনের সাংবিধানিক গুরুত্ব নির্ণয় কর।

১৪। ১৮৬১ সনের ভারতীয় কাউন্সিল এ্যাক্ট এর ধারাসমূহ বর্ণনা কর।

১৫। ১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

১৬। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ধারাসমূহ লিখ । এই আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি কী ছিল।

১৭। ১৯৪২ সালের ক্রিপস মিশন' সম্পর্কে আলোচনা কর।

অথবা, ক্রিপস মিশন পরিকল্পনা সম্পর্কে যা জান লিখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-০৮/০১/২০২২)]
(ইতিহাস বিভাগ)
বিষয় : ঔপনিবেশিক শাসনের অধীনে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাস (১৭৭৩-১৯৪৭)
বিষয় কোড : 241505

ক-বিভাগ

(ক)রেগুলেটিং এ্যাক্ট কত সালে পাস হয়? (When did the Regulating Act pass?)
উত্তর : রেগুলেটিং এ্যাক্ট ১৭৭৩ সালে সালে পাস হয়।

(খ) স্যার ইলিজা ইম্পে কে ছিলেন? (Who was Sir Elijah Impay?)
উত্তর : কলকাতা সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

(গ) বোর্ড অব কন্ট্রোল কি? (What is the Board of Control?)
উত্তর : প্রধানমন্ত্রী পিটের ভারত আইনে ৬ কমিশনার নিয়ে একটি নিয়ন্ত্রণকারী পর্ষদ।

(ঘ) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? (Who was the founder of Fort William College?)
উত্তর : লর্ড ওয়েলেসলি

(ঙ) ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? (Who was the first Viceroy of British India?)
উত্তর : ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং ছিলেন।

(চ) সনদ আইন কি? (What is the Charter Act?)
উত্তর : ভারতে ব্রিটিশ ব্যবসায়ীদের সুবিধার্থে বিট্রিশ সরকার ১৭৯৩ সাল থেকে ১৮৫৩ সাল পর্যন্ত যে চারটি আইন পাস করে তাকে সনদ আইন বলে ।

(ছ)লর্ড কার্জন কে ছিলেন? (Who was Lord Curzon?)
উত্তর : ভারত উপমহাদেশের একজন ভাইসরয় ছিলেন।

(জ) মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়? (In which year did Moriey Minto Reform Act pass ?)
উত্তর : ১৯০৯ সালে পাস হয়।

(ঝ) বেঙ্গল প্যাক্টের প্রধান দুই নেতা কে ছিলেন? (Who were the two main leaders of the Bengal Pact?)
উত্তর : চিত্তরঞ্জন দাস ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

(ঞ) ১৯১৯ সালের আইনকে কি নামে ডাকা হয়? (The Act of 1919 is called by which name?)
উত্তর : মন্টেগু-চেমসফোর্ড আইন নামে

(ট) মন্ত্রিমিশনে কতজন সদস্য ছিলেন? (How many members were in the Cabinet Mission ?)
উত্তর : মন্ত্রী মিশনে তিনজন সদস্য ছিলেন।

(ঠ) ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? (Who was the last Governor General of British India?)
উত্তর : ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ।

খ-বিভাগ

২। “চিরস্থায়ী বন্দোবস্ত' কি?

৩। স্থানীয় স্বায়ত্তশাসন আইন' ব্যাখ্যা কর।

৪। ১৮১৩ সালের সনদ আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ।

৫। রাওলাট আইন কি?

৬। মহারাণী ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণায় (১৮৫৮) ভারতীয়দের কি প্রতিশ্রুতি দেন?

৭। খিলাফত আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?

৮। মন্ত্রিমিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল?

৯। ‘মাউন্ট ব্যাটেন পরিকল্পনা' কি ছিল?

গ-বিভাগ

১০। কি কি কারণে রেগুলেটিং এ্যাক্ট (১৭৭৩) পাস করা হয়েছিল? এ আইনের প্রধান ধারাসমূহ আলোচনা কর।

১১। ১৭৮৪ সালের পিটের ভারত শাসন আইন পর্যালোচনা কর।

১২। ১৮৩৩ সালের সনদ আইনের ধারা ও গুরুত্ব আলোচনা কর ।

১৩। ১৯০৯ সালের মর্লি-মিন্টো আইনের ধারা ও গুরুত্ব আলোচনা কর।

১৪। ১৯১৬ সালের লক্ষ্মৌ চুক্তিতে অন্তর্ভুক্ত সাংবিধানিক দাবিসমূহ পর্যালোচনা কর।

১৫। ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের শর্তাবলি লিখ। এর ব্যর্থতার কারণসমূহ লিখ।

১৬। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর।

১৭। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ধারাসমূহ বিশ্লেষণ কর।

HomePage
The National University of Bangladesh's all-books and notice portal, nustudents.com, offers all different sorts of news/notice updates.
© Copyright 2024 - aowlad - All Rights Reserved
magnifier linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram