ভূমিকা : আব্রাহাম লিংকন আধুনিক গণতান্ত্রিক বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় নাম। তিনি বিশ্বের শক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট। তিনি আমেরিকাকে অখণ্ডতা এবং সংহতি রক্ষা করে বিশ্বের রাজনীতিতে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন আমেরিকা এবং গণতন্ত্রের রক্ষক।
জন্ম ও পরিচয় : আব্রাহাম লিংকন ১৮০৯ সালে ফেঞ্চকিতে জন্মগ্রহণ করেন। তার বাল্যকাল কঠোর পরিশ্রমে অতিক্রম হয়েছিল। ফলে তিনি একদিকে অসাধারণ দৈহিক শক্তির অধিকারী ছিলেন তেমনি চরিত্রে মানসিক শক্তির বিকাশ ঘটে। এছাড়াও তিনি মহৎ চরিত্রের অধিকারী ছিলেন। দয়া, সফলতা, উস্থিত বুদ্ধি, মিষ্টি ব্যবহার প্রভৃতি তাকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে। পেশায় তিনি ছিলেন একজন আইনজীবী তবুও তিনি রাজনৈতিক ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখেন।আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ঘরে আব্রাহাম লিংকন মানুষকে তার জন্মগত অধিকারে প্রতিষ্ঠিত সিনে করতে ঘৃণীত ক্রীতদাস প্রথার উচ্ছেদ সাধন করেন। গণতান্ত্রিক নির্ব মতাবলম্বী দক্ষিণাঞ্চলের প্রজাতান্ত্রিক দলের নেতারা আব্রাহাম করে লিংকনের শাসন কর্তৃত্ব গ্রহণে অসন্তুষ্ট থাকলেও তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ব ঐক্য তথা মার্কিন ইউনিয়ন রক্ষার্থে দৃঢ় সংকল্প ছিলেন। ১৮ আব্রাহাম লিংকন সর্ব ক্ষমতার অধিকারী হয়েও স্বৈরাচারী ছিলেন না। তিনি ক্রীতদাস প্রথার বিরুদ্ধে সংগ্রাম করে মানুষের আদিম, ও ঈশ্বরের দেওয়া অধিকার পুনঃস্থাপনের চেষ্টা করেছেন। আব্রাহাম লিংকন এক দুর্যোগপূর্ণ আমেরিকাকে অখণ্ড ও ঐক্যবদ্ধ স রাখতে অসামান্য অবদান রেখে পৃথিবীর মানচিত্রে যুক্তরাষ্ট্রকে সম্মান ও শক্তির আসনে প্রতিষ্ঠিত করেন।
চারিত্রিক ও গুণাবলি : আব্রাহাম লিংকন অন্য দৈহিক এক মানসিক শক্তির অধিকারী ছিলেন। কেঞ্চকী রাজ্যের একটি কাঠের কুঠিরে জন্মগ্রহণ করেও তিনি পরবর্তীতে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার ব্যক্তিত্বের দৃঢ়তা মমত্ববোধ, নির্ভীকতাই তাকে ক্ষমতার শীর্ষে উন্নতি করেছিল। সকল অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে তিনি ছিলেন নির্মম ও নির্ভিক সংগ্রামী ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আধুনিক গণতন্ত্রের ইতিহাসে আব্রাহাম লিংকন ছিলেন একজন মহান শাসক। তিনি ছিলেন একজন কর্তব্যনিষ্ঠ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার সময় আমেরিকা শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেন। কেননা দাস প্রথা উচ্ছেদ, গণতন্ত্র প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে কৃতিত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি আজীবন মুক্তিকামী মানুষের জন্য, সংগ্রাম করেছেন। তিনি সারা বিশ্বে মুক্তিকামী মানুষের প্রেরণা হিসেবে আসীন হয়ে আছেন ।