(ক) আমেরিকায় জন্মগ্রহণকারী প্রথম দাস সন্তানের নাম কি ?
উত্তর : উইলিয়াম টুকার।
(খ) লিবারেটের নামক সংবাদপত্রটির প্রকাশক কে ছিলেন?
উত্তর : উইলিয়াম লয়েড গ্যারিসন।
(গ) দি কোয়াটার্স কি?
উত্তর : দাসদের বাসস্থান ।
(ঘ) 'আংকেল টমস কেবিন' গ্রন্থের লেখক কে?
উত্তর : হ্যারিয়েট বীচার স্টোয়ে ।
(ঙ) কু ক্লাক্স ক্লান কি?
উত্তর : একটি শ্বেতাঙ্গ গুপ্ত সংগঠন।
(চ) ফার্মার্স এন্ড লেবার্স ইউনিয়ন অব আমেরিকা কি?
উত্তর : আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকদের একটি সমিতি ।
(ছ) AFL এর পূর্ণরূপ লিখ ।
উত্তর : AFL এর পূর্ণরূপ হলো- The American Federation
(জ)কটন জিন কে আবিষ্কার করেন?
উত্তর : এলি উইটনি (Eliwhitney)।
(ঝ) পানামা খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
উত্তর : আটল্যান্টিক ও প্রশস্ত মহাসাগরকে ।
(ঞ) দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কোন নীতি অনুসরণ করে?
উত্তর : নিরপেক্ষতামূলক নীতি ।
(ট) গুয়াম কি?
উত্তর : একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটির নাম
(ঠ)আমেরিকার নারীরা কখন ভোটাধিকার লাভ করে?
উত্তর : ১৯২০ সালে ।