ভূমিকা : ১৫১৬ অটোমান সালতানাতে আসার আগ পর্যন্ত আরব ভূখণ্ডগুলো আরব শাসনের অধীনে ছিল। ৬৩৪ সাল সর্বপ্রথম মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রহ.) সিরিয়া অঞ্চলকে মুসলিম শাসনের অধীনে নিয়ে আসেন। ১৫১৬ সালে অটোমান সালতানাতভুক্ত হওয়ার পর থেকে ১৯১৮ সাল পর্যন্ত এই আরব অঞ্চলটি ভৌগোলিকভাবে Levant নামে পরিচিত ছিল। নিম্নে প্রশ্নালোকে Levant অঞ্চলের বর্ণনা দেয়া হলো :
Levant-এর পরিচয় : ইংরেজি Levant শব্দের বাংলা পরিভাষা হলো পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল বা দেশসমূহ। ৬৩৪ সালে সিরিয়াসহ এই অঞ্চলটি আরব শাসনে আসার পর ১৫১৬ সালে তা অটোমান সালতানাতের দখলে চলে যায়। তুর্কি অটোমান সালতানাতভুক্ত হওয়ার পর থেকে ১৯১৮ সাল পর্যন্ত বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান তুরস্কের এ্যান্টিওক ও আলেকজান্দ্রিয়া শহর নিয়ে গঠিত ছিল Levant অঞ্চল বা বৃহত্তর সিরিয়া অঞ্চল। প্রথম বিশ্বযুদ্ধের দুর্বল অটোমান সালতানাতের পতনের পর এই অঞ্চলগুলো লীগ অব নেশনসের সহায়তায় ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ম্যান্ডেটরি শাসন হিসেবে বণ্টন করে দেয়া হয়। ফলে এ সময় জর্ডান, সিরিয়া ও লেবানন অঞ্চলের Mandatory শাসনলাভ করেন ফ্রান্স। কিন্তু সিরিয়াসহ এই অঞ্চলের আরব রাষ্ট্রগুলো মিত্রশক্তিবর্গের এই ম্যান্ডেটরি শাসনের বিরুদ্ধে তীব্র আরব জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল বেজে উঠলে ফরাসি সরকার আরব জাতীয়তাবাদী শক্তিগুলোর সাথে দামেস্ক প্রটোকল চুক্তির মাধ্যমে তাদের স্বাধীনতার দাবি মেনে নেয় এবং ১৯৪৬ সালে সিরিয়া ও লেবানন পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, levant হলো পশ্চিম এশিয়ার আরব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। এই অঞ্চলে ১৫১৬ সালে অটোমান সালতানাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ১৯১৮ সাল পর্যন্ত সিরিয়া, লেবানন, ট্রান্স জর্ডান, ফিলিস্তিন বর্তমান তুরস্কের অ্যান্টিওক ও আলেকজান্দ্রিয়া অঞ্চল নিয়ে গঠিত ছিল levant অঞ্চল, যা প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ও ফরাসি ম্যান্ডেটরি শাসনাধীন থাকার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যায়ক্রমে স্বাধীনতা লাভ করে ।