জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ: পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত- ১৭/০৯/২০১৭)। (ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 1586
বিষয় : আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস (১৯৪৫ সাল পর্যন্ত)
ক-বিভাগ
(ক)পশ্চিম এশিয়ার প্রধান ভাষা কি?
উত্তর : পশ্চিম এশিয়ার প্রধান ভাষা আরবি।
(খ) আরব জাতীয়তাবাদের জনক কে?
উত্তর : জামাল আব্দুল নাসের।
(গ) কামাল আতাতুর্ক কে ছিলেন?
উত্তর : কামাল আতাতুর্ক আধুনিক তুরস্কের জনক ছিলেন।
(ঘ) সুয়েজখাল কোথায় অবস্থিত?
উত্তর : মিশরে
(ঙ) ওয়াফদ পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯১৯ সালে ওয়াফদ পার্টি প্রতিষ্ঠিত হয়।
(চ) পাহলভী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : রেজাশাহ পাহলভী ।
(ছ) আল-ফাও কি?
উত্তর : ইরাকি বন্দর।
(জ) সিরিয়ায় কত সালে ফরাসি ম্যান্ডেটরী শুরু হয়?
উত্তর : ১৯২০ সালে ।
(ঝ) ইহুদীবাদ কি?
উত্তর : ইহুদীবাদ হলো ইসরাইলের জাতীয় ভাবাদর্শ।
(ঞ) PLO -এর পূর্ণরূপ কি?
উত্তর : PLO -এর পূর্ণরূপ হলো- Palestine Liberation Organization.
(ট) সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বাদশাহ আব্দুল আজিজ ইবনে সউদ ।
(ঠ)দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৯৩৯ সালে।
খ-বিভাগ
অথবা, পশ্চিম এশিয়ার ভৌগোলিক সংক্ষেপে লিখ।
অথবা, Young Turks কারা? অথবা, নব্য তুর্কিদের পরিচয় দাও ।
অথবা, Levant বলতে কী বুঝায়? বর্ণনা কর ।
গ-বিভাগ
অথবা, উনিশ শতকে আরব জাতীয়তাবাদের | অথবা, উনিশ শতকে আরব জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ মূল্যায়ন কর।
অথবা, মোস্তফা কামাল পাশার পরিচয় দাও। তাঁর সংস্কারসমূহ আলোচনা কর ৷
অথবা, ১৯৩২ সালের অ্যাংলো-ইরান চুক্তি আলোচনা কর।
অথবা, লুজান চুক্তির পটভূমি ও ফলাফল বিস্তারিত ভাবে মূল্যায়ন কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-২০/০৩/২০১৮)]
(ইতিহাস বিভাগ)
বিষয় : আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস (১৯৪৫ সাল পর্যন্ত)
বিষয় কোড : 241507
ক-বিভাগ
(ক) UAR এর পূর্ণরূপ কি?
উত্তর : UAR এর পূর্ণরূপ হলো- United Arab Republic.
(খ) ‘পাশা' শব্দের অর্থ কি?
উত্তর : পাশা শব্দের অর্থ গভর্নর বা শাসনকর্তা বা জেলার শাসক ।
(গ) সাইকস-পিকো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯১৬ সালে
(ঘ) নেপোলিয়ান কত সালে মিশর জয় করেন ?
উত্তর : ১৭৯৮ সালে ।
(ঙ) পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর : পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ।
(চ) ব্যালফুর ঘোষণা কখন দেয়া হয়?
উত্তর : বেলফোর ঘোষণা দেয়া হয় ১৯১৭ সালে ।
(ছ) ইরানের প্রাচীন নাম কি?
উত্তর : ইরানের প্রাচীন নাম পারস্য ।
(জ) OPEC এর পূর্ণরূপ কি?
উত্তর : OPEC এর পূর্ণরূপ হলো- Organization of Petroleum Exporting Countries.
(ঝ) কত সালে তুরস্কে নারীরা ভোটাধিকার লাভ করে?
উত্তর : ১৯৩৪ সালে ।
(ঞ) লুজান চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯২৩ সালের ২৪ জুলাই লুজান চুক্তি স্বাক্ষরিত হয় ।
(ট) ‘দ্যা ডেজার্ট কিং' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Olivia Gates.
(ঠ) আরব লীগের সদর দপ্তর কোথায়?
উত্তর : আরব লীগের সদর দপ্তর কায়রোতে।
খ-বিভাগ
গ-বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-২০/০৪/২০১৯)]
(ইতিহাস বিভাগ)
বিষয় : আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস (১৯৪৫ পর্যন্ত)
বিষয় কোড : 241507
ক-বিভাগ
(ক) পশ্চিম এশিয়ার প্রধান ভাষা কী? (What is the main language of West Asia?)
উত্তর : পশ্চিম এশিয়ার প্রধান ভাষা আরবি।
(খ) সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? (Which two seas does the Suez Canal connect?)
উত্তর : সুয়েজখাল দু'টি সাগরকে সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে ।
(গ) ‘আতাতুর্ক' শব্দের অর্থ কী? (What is the meaning of the word 'Ataturk?)
উত্তর : তুর্কি জাতির পিতা ।
(ঘ) . সেভার্স চুক্তি কখন স্বাক্ষরিত হয়? (When was the Severse Treaty signed?)
উত্তর : সেভার্সের চুক্তি ১৯২০ সালে (১০ আগস্ট) স্বাক্ষরিত হয়।
(ঙ)আরব জাতীয়তাবাদী আন্দোলনের ‘সুতিকাগার' কোন দেশকে বলা হয়? (Which country is called 'The Pioneer'
of the Arab Nationalist Movement?)
উত্তর : আরব জাতীয়তাবাদী আন্দোলনের সূতিকাগার বলা হয় মিশরকে।
(চ)পাহলভী রাজবংশের প্রতিষ্ঠাতা কে? (Who was the founder of Pahlavi dynasty?)
উত্তর : রেজাশাহ পাহলভী ।
(ছ) কত সালে তুরস্কের নারীরা জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার লাভ করে? (When did the Turkish women
acquire the right of being candidates in National Election?)
উত্তর : ১৯৩৫ সালে। ।
(জ) সিরিয়া-লেবালনে কোন দেশের ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? (Which country's mandatory rule was established in Syria-Lebalon?)
উত্তর : ফ্রান্সের ।
(ঝ) ইহুদীবাদ কী? (What is Zionism?)
উত্তর : ইহুদীবাদ হলো ইসরাইলের জাতীয় ভাবাদর্শ ।
(ঞ) LAND OF LORD বা পবিত্র ভূমি বলা হয় কাকে? (Which land is called 'The Land of Lord')
উত্তর : ‘Land of Lord' বা পবিত্র ভূমি বলা হয় ফিলিস্তিন বা প্যালেস্টাইনকে।
(ট) PLO অর্থ কী? (What is the full form of PLO?)
উত্তর : PLO এর সম্প্রসারিত রূপ হলো Palestine Liberation Organization.
(ঠ) কোন সন্ধি বা চুক্তি মাধ্যমে আরব লীগ প্রতিষ্ঠিত হয়? (By which agreement was Arab League established?)
উত্তর : আলেকজান্দ্রিয়া সন্ধি বা আলেকজান্দ্রিয়া চুক্তি ।
খ-বিভাগ
গ-বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-১১/০৩/২০২০)] (ইতিহাস বিভাগ)
বিষয় কোড : ২৪১৫০৭
বিষয় : আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস (১৯৪৫ পর্যন্ত)
ক-বিভাগ
(ক) পশ্চিম এশিয়ায় কয়টি দেশ আছে? (How many countries are there in West Asia?)
উত্তর : ২১টি।
(খ) ‘পাশা' শব্দের অর্থ কী? (What is the meaning of the word 'Pasha'?)
উত্তর : পাশা শব্দের অর্থ গভর্নর বা শাসনকর্তা বা জেলার শাসক।
(গ) মিশরের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? (Who was the first President of Egypt?)
উত্তর : মোহাম্মাদ নাগীব।
(ঘ) আরব জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা কে? (Who is the founder of Arab Nationalism?)
উত্তর : জামাল আব্দুল নাসের।
(ঙ) 'OPEC' এর পূর্ণরূপ লিখ। (Write down the full form of OPEC )
উত্তর : OPEC-এর পূর্ণরূপ হলো- Organization of Petroleum Exporting Countries.
(চ) সুয়েজ খাল কোথায় অবস্থিত? (Where is the Suez Canal situated?)
উত্তর : মিশরে।
(ছ)ওয়াফদ পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯১৯ সালে ।
(জ)স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কী? (What is the name of the first President of Independent Syria?)
উত্তর : কুয়াতলী ।
(ঝ)আল ফাও কী? (What is Al-Fao?)
উত্তর : ইরাকি বন্দর ।
(ঞ) কোন সালে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়? (In which year Turkey declared Republic?)
উত্তর : ১৯২৩ সালে ।
(ট) লেবানন কবে স্বাধীনতা লাভ করে? (When did Labanon gain independence?)
উত্তর : লেবানন স্বাধীনতা লাভ করে ১৯৪৩ সালে ।
(ঠ) আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? (In which year the Arab League established?)
উত্তর : ১৯৪৫ সালের ২২ মার্চ ।
খ-বিভাগ
গ-বিভাগ