HomePage

আধুনিক পশ্চিম এশিয়া (১৯৪৫ সাল পর্যন্ত)

Reading Time: 1 minute

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ: পরীক্ষা-২০১৬ (অনুষ্ঠিত- ১৭/০৯/২০১৭)। (ইতিহাস বিভাগ)
বিষয় কোড : 1586
বিষয় : আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস (১৯৪৫ সাল পর্যন্ত)

ক-বিভাগ

(ক)পশ্চিম এশিয়ার প্রধান ভাষা কি?
উত্তর : পশ্চিম এশিয়ার প্রধান ভাষা আরবি।

(খ) আরব জাতীয়তাবাদের জনক কে?
উত্তর : জামাল আব্দুল নাসের।

(গ) কামাল আতাতুর্ক কে ছিলেন?
উত্তর : কামাল আতাতুর্ক আধুনিক তুরস্কের জনক ছিলেন।

(ঘ) সুয়েজখাল কোথায় অবস্থিত?
উত্তর : মিশরে

(ঙ) ওয়াফদ পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯১৯ সালে ওয়াফদ পার্টি প্রতিষ্ঠিত হয়।

(চ) পাহলভী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : রেজাশাহ পাহলভী ।

(ছ) আল-ফাও কি?
উত্তর : ইরাকি বন্দর।

(জ) সিরিয়ায় কত সালে ফরাসি ম্যান্ডেটরী শুরু হয়?
উত্তর : ১৯২০ সালে ।

(ঝ) ইহুদীবাদ কি?
উত্তর : ইহুদীবাদ হলো ইসরাইলের জাতীয় ভাবাদর্শ।

(ঞ) PLO -এর পূর্ণরূপ কি?
উত্তর : PLO -এর পূর্ণরূপ হলো- Palestine Liberation Organization.

(ট) সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বাদশাহ আব্দুল আজিজ ইবনে সউদ ।

(ঠ)দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ১৯৩৯ সালে।

খ-বিভাগ

২। পশ্চিম এশিয়ার ভৌগলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ ।

অথবা, পশ্চিম এশিয়ার ভৌগোলিক সংক্ষেপে লিখ।

৩। যুবতুর্কী কারা?

অথবা, Young Turks কারা? অথবা, নব্য তুর্কিদের পরিচয় দাও ।

৪। সেভার্সের চুক্তি কি?

৫। সাদ জগলুল পাশা কে ছিলেন?

৬। সিরিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও।

৭। Levant বলতে কি বুঝায়?

অথবা, Levant বলতে কী বুঝায়? বর্ণনা কর ।

৮। ইসরাইল রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়?

৯। ক্যাম্প ডেভিট চুক্তি কি?

গ-বিভাগ

১০। উনিশ শতকে আরব জাতীয়বাদ চেতনার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।

অথবা, উনিশ শতকে আরব জাতীয়তাবাদের | অথবা, উনিশ শতকে আরব জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ মূল্যায়ন কর।

১১। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিওেসবে মুহাম্মাদ আলী পাশার মূল্যায়ন কর।

অথবা, মোস্তফা কামাল পাশার পরিচয় দাও। তাঁর সংস্কারসমূহ আলোচনা কর ৷

১২। ১৯৩২ সালের ইঙ্গ-ইরানী চুক্তি আলোচনা কর।

অথবা, ১৯৩২ সালের অ্যাংলো-ইরান চুক্তি আলোচনা কর।

১৩। লুজান চুক্তির পটভূমি ও ফলাফল বিশ্লেষণ কর।

অথবা, লুজান চুক্তির পটভূমি ও ফলাফল বিস্তারিত ভাবে মূল্যায়ন কর।

১৪। ১৯৩৬ সালের ইঙ্গ-মিশরীয় চুক্তির ধারণাসমূহ পর্যালোচনা কর ।

১৫। ফিলিস্তিনী সমস্যা সংক্ষেপে বর্ণনা কর । ফিলিস্তিনী স্বাধীনতা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতির উপর মন্তব্য কর।

১৬। সৌদি রাজবংশ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।

১৭। আরব লীগের গঠন ও কার্যাবলি আলোচনা কর ।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-২০/০৩/২০১৮)]
(ইতিহাস বিভাগ)
বিষয় : আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস (১৯৪৫ সাল পর্যন্ত)
বিষয় কোড : 241507

ক-বিভাগ

(ক) UAR এর পূর্ণরূপ কি?
উত্তর : UAR এর পূর্ণরূপ হলো- United Arab Republic.

(খ) ‘পাশা' শব্দের অর্থ কি?
উত্তর : পাশা শব্দের অর্থ গভর্নর বা শাসনকর্তা বা জেলার শাসক ।

(গ) সাইকস-পিকো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯১৬ সালে

(ঘ) নেপোলিয়ান কত সালে মিশর জয় করেন ?
উত্তর : ১৭৯৮ সালে ।

(ঙ) পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর : পশ্চিম এশিয়ার প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ।

(চ) ব্যালফুর ঘোষণা কখন দেয়া হয়?
উত্তর : বেলফোর ঘোষণা দেয়া হয় ১৯১৭ সালে ।

(ছ) ইরানের প্রাচীন নাম কি?
উত্তর : ইরানের প্রাচীন নাম পারস্য ।

(জ) OPEC এর পূর্ণরূপ কি?
উত্তর : OPEC এর পূর্ণরূপ হলো- Organization of Petroleum Exporting Countries.

(ঝ) কত সালে তুরস্কে নারীরা ভোটাধিকার লাভ করে?
উত্তর : ১৯৩৪ সালে ।

(ঞ) লুজান চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯২৩ সালের ২৪ জুলাই লুজান চুক্তি স্বাক্ষরিত হয় ।

(ট) ‘দ্যা ডেজার্ট কিং' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Olivia Gates.

(ঠ) আরব লীগের সদর দপ্তর কোথায়?
উত্তর : আরব লীগের সদর দপ্তর কায়রোতে।

খ-বিভাগ

২। আরব জাতীয়তাবাদ বলতে কি বুঝ?

৩। মুসলিম ব্রাদারহুড সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লিখ ।

৪। নাসিফ ইয়াজিজীর পরিচয় দাও।

৫ । শরীফ-ম্যাকমোহন পত্রালাপ কি?

৬। ম্যান্ডেটারি শাসন বলতে কি বুঝায়?

৭। ওয়াহাবী মতবাদ কি?

৮ । ওয়াফদ পার্টি সম্পর্কে লিখ।

৯। ইখওয়ান বলতে কি বুঝায়?

গ-বিভাগ

১০। পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক গুরুত্ব আলোচনা কর।

১১। মোস্তফা কামাল পাশার সংস্কারগুলো পর্যালোচনা কর।

১২। সাদ জগলুল পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদী আন্দোলন আলোচনা কর।

১৩। ইরানের আধুনিকীকরণে রেজাশাহের পদক্ষেপসমূহ বর্ণনা দাও।

১৪। ১৯৩০ সালের ইঙ্গ-ইরাকি চুক্তির প্রধান শর্তগুলোর বিবরণ দাও ।

১৫। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর ।

১৬। আধুনিক সৌদি আরবের জনক হিসেবে বাদশাহ আব্দুল আজিজ ইবনে সউদের অবদান মূল্যায়ন কর ।

১৭। সিরিয়ার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা কর ।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-২০/০৪/২০১৯)]
(ইতিহাস বিভাগ)
বিষয় : আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস (১৯৪৫ পর্যন্ত)
বিষয় কোড : 241507

ক-বিভাগ

(ক) পশ্চিম এশিয়ার প্রধান ভাষা কী? (What is the main language of West Asia?)
উত্তর : পশ্চিম এশিয়ার প্রধান ভাষা আরবি।

(খ) সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? (Which two seas does the Suez Canal connect?)
উত্তর : সুয়েজখাল দু'টি সাগরকে সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে ।

(গ) ‘আতাতুর্ক' শব্দের অর্থ কী? (What is the meaning of the word 'Ataturk?)
উত্তর : তুর্কি জাতির পিতা ।

(ঘ) . সেভার্স চুক্তি কখন স্বাক্ষরিত হয়? (When was the Severse Treaty signed?)
উত্তর : সেভার্সের চুক্তি ১৯২০ সালে (১০ আগস্ট) স্বাক্ষরিত হয়।

(ঙ)আরব জাতীয়তাবাদী আন্দোলনের ‘সুতিকাগার' কোন দেশকে বলা হয়? (Which country is called 'The Pioneer'
of the Arab Nationalist Movement?)
উত্তর : আরব জাতীয়তাবাদী আন্দোলনের সূতিকাগার বলা হয় মিশরকে।

(চ)পাহলভী রাজবংশের প্রতিষ্ঠাতা কে? (Who was the founder of Pahlavi dynasty?)
উত্তর : রেজাশাহ পাহলভী ।

(ছ) কত সালে তুরস্কের নারীরা জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার লাভ করে? (When did the Turkish women
acquire the right of being candidates in National Election?)
উত্তর : ১৯৩৫ সালে। ।

(জ) সিরিয়া-লেবালনে কোন দেশের ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? (Which country's mandatory rule was established in Syria-Lebalon?)
উত্তর : ফ্রান্সের ।

(ঝ) ইহুদীবাদ কী? (What is Zionism?)
উত্তর : ইহুদীবাদ হলো ইসরাইলের জাতীয় ভাবাদর্শ ।

(ঞ) LAND OF LORD বা পবিত্র ভূমি বলা হয় কাকে? (Which land is called 'The Land of Lord')
উত্তর : ‘Land of Lord' বা পবিত্র ভূমি বলা হয় ফিলিস্তিন বা প্যালেস্টাইনকে।


(ট) PLO অর্থ কী? (What is the full form of PLO?)
উত্তর : PLO এর সম্প্রসারিত রূপ হলো Palestine Liberation Organization.

(ঠ) কোন সন্ধি বা চুক্তি মাধ্যমে আরব লীগ প্রতিষ্ঠিত হয়? (By which agreement was Arab League established?)
উত্তর : আলেকজান্দ্রিয়া সন্ধি বা আলেকজান্দ্রিয়া চুক্তি ।

খ-বিভাগ

২। পশ্চিম এশিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য উল্লেখ কর।

৩। মোস্তফা কামাল সম্পর্কে লিখ।

8। Young Turks কারা? (Who were the Young Turks?)

৫। ক্যাম্প ডেভিড চুক্তি কী? (What is Camp David Agreement?)

৬।‘দামস্কো প্রটোকল' সম্পর্কে লিখ।

৭। ‘বেলফোর ঘোষণা' কী?

৮। ইসলাইল রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হয়?

৯। Levant বলতে কী বুঝায়?

গ-বিভাগ

১০। ঊনিশ শতকে আরব জাতীয়তাবাদী চেতনার উদ্ভব ও বিকাশ আলোচনা কর ।

১১। আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা হিসাবে মুহম্মদ আলী পাশার মূল্যায়ন কর ।

১২। লুজান চুক্তির পটভূমি ব্যাখ্যা কর । এই চুক্তি কি সেভার্স চুক্তি দ্বারা সৃষ্ট অসঙ্গতিগুলো দূর করতে সমর্থ হয়েছিল?

১৩। ১৯৩৬ সালের ইঙ্গ-মিশরীয় চুক্তির ধারাসমূহ পর্যালোচনা কর ।

১৪। শরীফ-ম্যাকমোহন পত্রালাপ আলোচনা কর।

১৫। সিরিয়া ও লেবাননে ফরাসি ম্যান্ডেটরি শাসনের বিবরণ দাও।

১৬। ফিলিস্তিনী সংকট সংক্ষেপে বর্ণনা কর । এই সংকট নিরসনে জাতিসংঘের পদক্ষেপকে কি তুমি যথার্থ মনে কর?

১৭। আরব লীগের গঠন ও কার্যাবলি আলোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) চতুর্থ বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-১১/০৩/২০২০)] (ইতিহাস বিভাগ)
বিষয় কোড : ২৪১৫০৭
বিষয় : আধুনিক পশ্চিম এশিয়ার ইতিহাস (১৯৪৫ পর্যন্ত)

ক-বিভাগ

(ক) পশ্চিম এশিয়ায় কয়টি দেশ আছে? (How many countries are there in West Asia?)
উত্তর : ২১টি।

(খ) ‘পাশা' শব্দের অর্থ কী? (What is the meaning of the word 'Pasha'?)
উত্তর : পাশা শব্দের অর্থ গভর্নর বা শাসনকর্তা বা জেলার শাসক।

(গ) মিশরের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? (Who was the first President of Egypt?)
উত্তর : মোহাম্মাদ নাগীব।

(ঘ) আরব জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা কে? (Who is the founder of Arab Nationalism?)
উত্তর : জামাল আব্দুল নাসের।

(ঙ) 'OPEC' এর পূর্ণরূপ লিখ। (Write down the full form of OPEC )
উত্তর : OPEC-এর পূর্ণরূপ হলো- Organization of Petroleum Exporting Countries.

(চ) সুয়েজ খাল কোথায় অবস্থিত? (Where is the Suez Canal situated?)
উত্তর : মিশরে।

(ছ)ওয়াফদ পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯১৯ সালে ।

(জ)স্বাধীন সিরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কী? (What is the name of the first President of Independent Syria?)
উত্তর : কুয়াতলী ।

(ঝ)আল ফাও কী? (What is Al-Fao?)
উত্তর : ইরাকি বন্দর ।

(ঞ) কোন সালে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়? (In which year Turkey declared Republic?)
উত্তর : ১৯২৩ সালে ।

(ট) লেবানন কবে স্বাধীনতা লাভ করে? (When did Labanon gain independence?)
উত্তর : লেবানন স্বাধীনতা লাভ করে ১৯৪৩ সালে ।

(ঠ) আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? (In which year the Arab League established?)
উত্তর : ১৯৪৫ সালের ২২ মার্চ ।

খ-বিভাগ

২। পশ্চিম এশিয়া বলতে কোন অঞ্চলকে বুঝানো হয়েছে?

৩ । আরব জাতীয়তাবাদ বলতে কী বুঝ ?

৪। সেভাসের চুক্তি কী?

৫। ওয়াফদ পার্টি সম্পর্কে একটি টীকা লিখ।

৬। সাদ জগলুল পাশার সংক্ষিপ্ত পরিচয় দাও।

৭। ম্যান্ডেটরি শাসন বলতে কী বুঝায়?

৮। ফিলিস্তিন সংকট সম্পর্কে লিখ।

৯। আরব লীগ সম্পর্কে টীকা লিখ।

গ-বিভাগ

১০। আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিম এশিয়ার গুরুত্ব নিরূপণ কর।

১১। সাইকস-পিকো চুক্তির বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর।

১২। মোস্তফা কামাল পাশার সংস্কারসমূহ পর্যালোচনা কর।

১৩। ইরানের আধুনিকীকরণে রেজা শাহ পাহলভীর পদক্ষেপসমূহ বর্ণনা কর ।

১৪। মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায় আলোচনা কর।

১৫। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।

১৬। সৌদি রাজবংশ প্রতিষ্ঠার পটভূমি বর্ণনা কর।

১৭। সিরিয়ার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা কর ।

HomePage
The National University of Bangladesh's all-books and notice portal, nustudents.com, offers all different sorts of news/notice updates.
© Copyright 2024 - aowlad - All Rights Reserved
magnifier linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram