ভূমিকা : বর্তমান বিশ্বব্যবস্থায় একটি আলোচিত সংকট হলো প্যালেস্টাইন সংকট। ১৯৪৮ সালে ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার মিত্র ইউরোপীয়দের প্রচেষ্টায় ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে যে অন্তহীন সমস্যার সূচনা হয় তা আজ এত বছর পরেও গোটা বিশ্ববাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘসহ বিশ্ব পরাশক্তিসমূহ প্যালেস্টাইন সংকটের সুন্দর সমাধানের প্রচেষ্টা চালালেও এর যৌক্তিক কোনো সমাধান করা যাচ্ছে না।
প্যালেস্টাইন সংকট : ১৯৪৮ সাল থেকে অদ্যাবধি বিশ্ববাসী যে অন্তহীন সংকটে জর্জরিত তা হলো প্যালেস্টাইন লক্ষে সংকট। এই প্যালেস্টাইন সংকট গোটা বিশ্ব ব্যবস্থাকেই প্রত্যক্ষ ও কথা পরোক্ষভাবে প্রভাবিত করে চলেছে। এই সংকটের সূচনা ঘটে | প্রথে ১৯১৭ সালে ব্রিটিশ সরকারের ব্যালফোর ঘোষণার মাধ্যমে। ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিসূতি দিলে। এই ফরা ঘোষণাটি ছিল পশ্চিম এশিয়া অঞ্চলের আরব রাষ্ট্রগুলোর সাথে আর ব্রিটিশ সরকারের নির্মম প্রতারণা। ফলে আরব রাষ্ট্রগুলো ব্রিটিশ সরকারের এই অন্যায় ঘোষণার প্রতিবাদে আন্দোলনমুখী হয়ে উঠে। এদিকে সুদী কারবারি, ইহুদিরা অর্থের বিশাল ভাণ্ডার নিয়ে পশ্চিমা দেশগুলোর কাছে ধারণা দিতে থাকে তাদের দাবির পক্ষে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার প্রায় ৬০ লক্ষ ইহুদি হত্যা করলে প্রাণভয়ে সা দলে দলে ইহুদিরা ব্যালফোর ঘোষণার আলোকে তাদের প্রতিশ্রুতি প্রাপ্ত ফিলিস্তিনের দিকে ছুটে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ অর্থবিত্ত ও অস্ত্র দিয়ে ইহুদিরা মিত্রশক্তিকে সাহায্যের বিনিময়ে স্বাধীন ইহুদি রাষ্ট্রের প্রতিশ্রুতি আদায় করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে না মিত্রশক্তি বিজয়ী হয়ে আরব বিশ্বের প্রতিবাদ সত্ত্বেও ১৯৪৮ সালে জোরপূর্বক ফিলিস্তিনের অভ্যন্তরে স্বাধীন ইসরাইল রাষ্ট্রের আনুষ্ঠানিক পত্তন ঘটায়। ফলে শুরু হয় নতুন প্যালেস্টাইন সংকট, আরব দেশগুলো জোটবদ্ধ হয়ে ইসরাইলে হামলা করলেও উন্মত্ত অস্ত্রশস্ত্র ও মার্কিন সাহায্যে বলীয়ান ইসরাইলের ক্ষুদ্র সৈন্যবাহিনীর সাথে সম্মিলিত আরব বাহিনী পরাজিত হয়। এরপর নির্দিষ্ট সময় পরপর আরবদের সাথে ইসরাইলের মোট ৩টি যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু আরবদের আত্মদ্বন্দ্ব, স্বার্থের সংগত, অনুন্নত যুদ্ধ সরঞ্জামের বিপরীতে অর্থবিত্তশালী ও উন্নত যুদ্ধ সরঞ্জামে ঘোষিত মার্কিন সদদাপুষ্ট ইসরাইলি বাহিনী প্রতিটি যুদ্ধেই আরব সম্মিলিত বাহিনীকে পরাজিত করে বিভিন্ন আরব ভূখণ্ড হস্তগত করে। এই প্যালেস্টাইন সংকট সমাধানের জন্য বিভিন্ন সময় জাতিসংঘ ও বিশ্ব পরাশক্তিসমূহ নানা উদ্যোগ গ্রহণ করলেও মার্কিন মদদপুষ্ট ইসরাইলের একগুঁয়েমি ও সন্ত্রাসবাদের কারণে এর সুষ্ঠু কোনো সমাধান হচ্ছে না অদ্যাবধি ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ১৯৪৮ সালে জাতিসংঘের সহায়তায় 'মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় শক্তিবর্গ অনেকটা জোর করেই ফিলিস্তিনের অভ্যন্তরে স্বাধীন ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন। ফলে বিষফোড়ার মতো এই প্যালেস্টাইন ইসরাইল সংকট
সমগ্র বিশ্বের শান্তি বিনষ্ট করে চলছে প্রতিনিয়ত ।